Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের উদ্যোগে ১০ দফা দাবীসমূহের ভিত্তিতে বিডিও সমীপে ডেপুটেশন

পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অাহ্বানে অাজ জেলা জুড়ে সমস্ত ব্লকে ১০ দফা দাবীসমূহের ভিত্তিতে বিডিও সমীপে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী রূপায়িত হয়। কেন্দ্রীয় সরকারের বাণিজ্যিকীকরন,সাম্প্রদায়িকী…

 




পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অাহ্বানে অাজ জেলা জুড়ে সমস্ত ব্লকে ১০ দফা দাবীসমূহের ভিত্তিতে বিডিও সমীপে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী রূপায়িত হয়। কেন্দ্রীয় সরকারের বাণিজ্যিকীকরন,সাম্প্রদায়িকীকরন,কেন্দ্রীকরনের নয়া শিক্ষানীতির বাতিল, এসসি,এসটি,ওবিসি সংরক্ষণ বজায় রাখা,প্রতিটি পরিবারকে ডিজিটাল রেশন কার্ড ও মাসে মাসে জনপিছু ১০ কেজি করে খাদ্য সামগ্রী প্রদান, জয়বাংলা প্রকল্পে সকলকে সুযোগ সুবিধা প্রদান, প্রতিটি ব্লকে কোভিড চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা,রাজ্যসরকারের লাগামহীন দুর্নীতি, স্বজনপোষণ ও অপশাসন থেকে মুক্তি  ইত্যাদি দাবীসমূহ অন্যতম।কাঁথি-৩ ব্লকের মারিশদা বিডিও সমীপে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী তে নেতৃত্ব দেন সামাজিক ন্যায় মঞ্চের জেলা নেতৃত্ব কালীপদ শীট, ভবেশ মন্ডল, খাজা অাবুল অালি, শ্রীকান্ত শীট,শম্ভু রাম দাস,নবকুমার নায়ক প্রমুখ। রামনগর -১ ও ২ ব্লকে নেতৃত্ব দেন সামাজিক ন্যায় মঞ্চের জেলা সম্পাদক অাশীষ প্রামাণিক, দেশপ্রাণ ব্লকের কর্মসূচি তে নেতৃত্ব দেন মামুদ হোসেন, পৃথ্বীরাজ শীট, শ্রীপতি মণ্ডল, অাশীষ গিরি, সুতনু মাইতি, তাপস মিশ্র, সঞ্জিত দাস, তরুণ মাইতি, মাণিক গারু, চন্দন দাস, অাশীষ পাল, সলিলবরণ মান্না প্রমুখ। কাঁথি-১ ব্লকের কর্মসূচী তে নেতৃত্ব দেন ভবানী বেরা, বাসুদেব রাউল, মাণিক জানা, তেহরান হোসেন, হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি প্রমুখ নেতৃবৃন্দ। খেজুরী-১ ও খেজুরী-২ ব্লকে নেতৃত্ব দেন সামাজিক ন্যায় মঞ্চের জেলা সভাপতি হিমাংশু দাস, গোকুল ঘোড়াই, সেক জাহারাজ অালি, অতুল্য সুন্দর উকিল প্রমুখ। গণঅান্দোলনের নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার তপশিলি জাতি/ উপজাতি, দলিত,সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণীর স্বার্থ কে জলাঞ্জলি দিয়ে বিভিন্ন নীতি প্রনয়ণ করে চলছে। পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক সঙ্কট নিরসনে কোন কার্যকরী ব্যবস্হাই নেওয়া হচ্ছে না।অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত মানুষদের স্বার্থে সামাজিক ন্যায় মঞ্চ লাগাতার অান্দোলন সংগঠিত করতে থাকবে বলে জানান সংগঠনের জেলা সম্পাদক অাশীষ প্রামাণিক।

No comments