Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাজরা মোড় মৈত্রী ভূমির একান্নতম শারদ উৎসবের সূচনা

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/JzEgKMmIDNUহাজরা মোড় মৈত্রী ভূমির একান্নতম শারদ উৎসবের মন্ডপ নির্মাণের শুভসূচনা খুঁটি পূজা মধ্য দিয়ে শুরু হলো। জন্মাষ্টমীর পুণ্য লগ্নে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎ…

 ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/JzEgKMmIDNU

হাজরা মোড় মৈত্রী ভূমির একান্নতম শারদ উৎসবের মন্ডপ নির্মাণের শুভসূচনা খুঁটি পূজা মধ্য দিয়ে শুরু হলো। জন্মাষ্টমীর পুণ্য লগ্নে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য কারুশিল্পী কবি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী গৌরাঙ্গ কুইল্যা। বিশিষ্ট

সমাজসেবী ও শিল্পোদ্যোগী শ্যামসুন্দর দাস ও কালিপদ ভূঁইয়া। ডাঃ রঞ্জিত খিলাফত ডঃ শ্রীকান্ত চরন ভূঁইয়া। বিশিষ্ট সাংবাদিক সত্যেন্দ্রনাথ নায়ক, চঞ্চল প্রধান, এবং মৈত্রী ভূমির পক্ষে সভাপতি ভিগু রাম মণ্ডল কার্যকরী সভাপতি দিলীপ দোলুই, উৎপল জানা, সম্পাদক আশীষ কুমার হাজরা সহ বহুসদস্য সদস্যা এবং সাধারণ মানুষ জন স্বাস্থ্যবিধি মেনে সবাই খুঁটি পূজা অংশগ্রহণ করলেন। মৈত্রী ভূমির শারোদৎসব ভাবনা রূপায়নে আছেন গৌরাঙ্গ কুইল্যা।

No comments