Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্রেতা সেজে ফাঁদ পেতে ৩ মোবাইল চোর কে গ্রেফতার করল পুলিশ

হলদিয়ার ভাগ্যবন্তপুর এলাকার ঘটনা।ধৃতদের নাম বিজয় মাইতি, চন্দন ঘোষ ওরফে  পাপাই ওবুদ্ধদেব লুড়কি ওরফে পটকা। এদের প্রত্যেকেরই সুতাহাটা জামাল চক এবং আমলাট এলাকার বাসিন্দা। উল্লেখ্য,  হলদিয়া শিল্পাঞ্চল থেকে বেশ কয়েক মাস ধরেই লাগাতার …

 




হলদিয়ার ভাগ্যবন্তপুর এলাকার ঘটনা।ধৃতদের নাম বিজয় মাইতি, চন্দন ঘোষ ওরফে  পাপাই ওবুদ্ধদেব লুড়কি ওরফে পটকা।

এদের প্রত্যেকেরই সুতাহাটা জামাল চক এবং আমলাট এলাকার বাসিন্দা। উল্লেখ্য,  হলদিয়া শিল্পাঞ্চল থেকে বেশ কয়েক মাস ধরেই লাগাতার মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। মোবাইল হাতে করে কথা বলতে বলতে রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করেই বাইকে এসে ছিনতাই করত

দুষ্কৃতীদল। শেষপর্যন্ত একাধিক অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে দুর্গাচক থানার পুলিশ। ক্রেতা সেজে ওই ছিনতাইকারীদের সাথে যোগাযোগ করেন এক পুলিশ কর্মী। ছিনতাইকারীদের ভাগ্যবন্তপুর এলাকায় ডেকে পাঠানো হয়। ক্রেতা সেজে সাদাপোশাকে ওই পুলিশকর্মী মোবাইল কেনার উদ্দেশ্যে ছিনতাইকারীদের সঙ্গে দেখা করতে যান। তিনটি পুরনো মোবাইল নিয়ে হাজির হয় ছিনতাইকারীরা। তখনই পুলিশ তাঁদের হাতেনাতে পাকড়াও করে। ধৃতদের বুধবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এর পেছনে বড় দুষ্কৃতী দল কাজ করছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশের আরো ধারনা, লকডাউনের বাজারে এই ধরনের ছিনতাই আরো বেড়ে গিয়েছিল এবং ছিনতাইকারীরা দেদার মোবাইল ছিনতাই করে মানুষকে বিক্রি করেছে।


No comments