Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জলের তোড়ে ভাঙ্গলো রোড:সেচমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে স্মারকলিপি

রাজ্যে সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণে ও কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে।এর ফলে জলের তোড়ে ভেসে আসা ব্যাপক কচুরিপানার চাপে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের চকসুলতানপুর, আজুড়িয়া,ডোঙাঘাট, নিশ্চিন্তপুর প্রভৃতি স্থানে পলসপ…

 





রাজ্যে সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণে ও কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে।এর ফলে জলের তোড়ে ভেসে আসা ব্যাপক কচুরিপানার চাপে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের চকসুলতানপুর, আজুড়িয়া,ডোঙাঘাট, নিশ্চিন্তপুর প্রভৃতি স্থানে পলসপাই খালের উপর কাঠ ও বাঁশের সেতুগুলি কয়েকদিন আগে ভেঙে গিয়েছিল। আজ অর্থাৎ বুধবার ভোরে দাস্পুরে ওই খালের উপর থাকা  মহিষঘাটা কংক্রিট ব্রীজের অ্যাপ্রোচ অংশে মারাত্মকভাবে ধ্বস নামে।ফলে এলাকায় তীব্র আতংক ছড়ায়।ওই পরিপেক্ষিতে এলাকার সাধারন মানুষের পাশে দাঁড়ালো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।   ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে অবিলম্বে মহিষঘাটায় ট্রাফিক নিয়ন্ত্রণ সহ ভেঙে যাওয়া ব্রীজগুলির কাছে মানুষের পারাপারের জন্য ব্যাবস্থা গ্রহনের দাবি জানানো হল ।কমিটির থেকে আশু সমস্যা সমাধানের জন্যে  সরকারী নৌকার দাবিতে রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী ও সেচ দপ্তরের উচ্চস্তরের আধিকারিক এবং জেলা শাসক,জেলা পরিষদের সভাধিপতি,মহকুমা শাসক,বি ডিও'র কাছে হোয়াটসঅ্যাপে স্মারকলিপি পেশ করা হয়।

 ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি বলেন, অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতেই এই স্মারকলিপি দেওয়া হয়েছে।এনারা বলেন ব্রীজের সংযোগকারি রাস্তায় বিশাল ধ্বস নেমেছে।ফলে এলাকার মানুষজনদের বাড়ি থেকে বেরিয়ে নিজেদের গন্তব্য স্থলে যাতায়াতে সমস্যা হচ্ছে।

আমরা আশা করছি রাজ্যের সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী  সহ অন্যান্য আধিকারিকবৃন্দ দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

No comments