Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরম প্রেমময় যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মহাপ্রয়াণ দিবস লেখা ও স্কেচ - দেবাশিস পাহাড়ী

হুগলী জেলার কামারপুকুরগাঁয়ের মাঝে ঘর,জন্ম নিলেন যুগাবতারছোট্ট গদাধর।
টাকা ছেড়ে মানুষ ধরারতিনি দিলেন ভাষ ---সর্ব ধর্ম সমন্বয়েরএইটাই নির্যাস।
যতই মত ততই পথএক সব ভগবান,সকল জীবের মধ্যিখানেতিনি যে বিরাজমান।
সহজ সরল উপমাময়লোকশিক্ষা দানে,ল…

 




হুগলী জেলার কামারপুকুর

গাঁয়ের মাঝে ঘর,

জন্ম নিলেন যুগাবতার

ছোট্ট গদাধর।


টাকা ছেড়ে মানুষ ধরার

তিনি দিলেন ভাষ ---

সর্ব ধর্ম সমন্বয়ের

এইটাই নির্যাস।


যতই মত ততই পথ

এক সব ভগবান,

সকল জীবের মধ্যিখানে

তিনি যে বিরাজমান।


সহজ সরল উপমাময়

লোকশিক্ষা দানে,

লক্ষ কোটি ভক্ত হৃদয়ে

মুক্তির স্বাদ আনে।

No comments