রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে সরকারের দেওয়া রেশন সামগ্রী বাদ দিয়ে নিম্নমানের গম বিলি করার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে।রবিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ১ নম্বর ব্লকের আড়িশান্ডা গ্রামে।এই ঘটনার প্রতিবাদে ক্ষোভ…
রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে সরকারের দেওয়া রেশন সামগ্রী বাদ দিয়ে নিম্নমানের গম বিলি করার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে।রবিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ১ নম্বর ব্লকের আড়িশান্ডা গ্রামে।এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।গ্রামবাসীদের অভিযোগ-"রেশন ডিলার নিম্নমানের গম সহ রেশন সামগ্রী সরবরাহ করছেন গ্রামবাসীদের মধ্যে। তাছাড়া সরকার থেকে যে খাদ্য সামগ্রী এসেছে তা লুকিয়ে রাখা হয়েছে অন্যত্র।"
কেউ কেউ জানান-"গতকাল ১৫ আগস্টের দিন ওই রেশন ডিলার দোকানের সাটার নামিয়ে ভালো গম এর সাথে খারাপ পোকা ধরা গম মিক্সিং করে। সেই ঘটনা দেখতে পায় এলাকায় কয়েকজন।" আজ রেশন দেওয়ার সময় খারাপ গম পেয়ে বিক্ষোভ দেখান গ্রাহক সহ এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় গ্রাম সদস্যরা।গ্রাম সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘ আলোচনার পর সীদ্ধান্ত নেন ও জানান-"আপাতত রেশন দোকান বন্ধ থাকবে।বিডিও অফিসে খাদ্য দপ্তর কে এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হবে।তারপর পূনরায় রেশন সামগ্রী দেওয়া হবে।"
No comments