Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আশা কর্মীদের নিরাপত্তা ও বেতন প্রদানের দাবি বামেদের কর্মসুচি

আশা কর্মীদের  নিরাপত্তা ও বেতন প্রদানের দাবি বামেদের কর্মসুচি
 সারা দেশের সাথে পশ্চিমবঙ্গে ও করোনা সংক্রমণ তুঙ্গে। গতকাল সারা দেশে করোনা সংক্রমিত হয়েছেন প্রায় ৫৭,০০০ জন।অার পশ্চিমবঙ্গে করোনা অাক্রান্তের সংখ্যা ২৫৯৮ জন।ডাক্তার, নার…








আশা কর্মীদের  নিরাপত্তা ও বেতন প্রদানের দাবি বামেদের কর্মসুচি

 সারা দেশের সাথে পশ্চিমবঙ্গে ও করোনা সংক্রমণ তুঙ্গে। গতকাল সারা দেশে করোনা সংক্রমিত হয়েছেন প্রায় ৫৭,০০০ জন।অার পশ্চিমবঙ্গে করোনা অাক্রান্তের সংখ্যা ২৫৯৮ জন।ডাক্তার, নার্স, পুলিশ ও প্রশাসনের সবাই মিলে কোভিড যুদ্ধে অবতীর্ণ। কোভিড যুদ্ধে অনেকেই পরাজিত হয়ে প্রাণ হারাচ্ছেন তবুও কোভিড লড়াই থেমে নেই। অার এই লড়াইয়ে সব থেকে উপেক্ষিত হয়ে অাছেন অাশাকর্মীরা।সকাল ৮ টা থেকে অাশাকর্মীরা বাড়ী বাড়ী ঘুরে বেড়ান।কোন কোন পরিযায়ী শ্রমিকরা বাড়ী ফিরেছেন তার তালিকা তৈরী করছেন।কাদের জ্বর হয়েছে অাবার কাদের করোনা উপসর্গ অাছে সবই পর্যবেক্ষণের দায়িত্ব অাশাকর্মীদের।উপসর্গ থাকলে কি করতে হবে অার উপসর্গ না থাকলে কি করতে হবে সব পরামর্শ দেন অাশাকর্মীরা। সারাদিন বিভিন্ন মানুষের সংস্পর্শে অাসতে হয় অাশাকর্মীদের।করোনা সংক্রমণের ভয়কে পায়ের ভৃত্য করে তাঁদের কাজ করতে হয়।অথচ ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার অবস্হা অাশাকর্মীদের।অনেকের মাস্ক নেই।মুখ ঢাকছেন রুমালে বা দোপাট্টা য়।পিপিই'র তো বালাই নেই।স্যানিটাইজারের পর্যাপ্ত সরকারী সরবরাহ পর্যন্ত নেই।নিয়মিত অাশাকর্মীদের টেস্টিং -এর সুযোগ নেই।সামান্য ভাতাই অাশাকর্মীদের গ্রাসাচ্ছদনের ভরসা।ওভারটাইমের কোন সংস্থান নেই। অথচ অাশাকর্মীরাই গ্রামে গ্রামে অাসল কোভিড যোদ্ধা। সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্যের স্বাস্থ্য ও পরিকল্পনা দপ্তরের অধিকর্তা কে ই-মেইল পাঠিয়ে অাশাকর্মীদের পিপিই,মাস্ক স্যানিটাইজার,নিয়মিত টেস্টিং, ভাতা বৃদ্ধি, ওভারটাইম ও ৫০ লক্ষ টাকা করোনা জীবনবীমার অাওতাভূক্ত করা ইত্যাদি দাবীপূরণের অাবেদন জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন অাশাকর্মীদের গুরুত্ব না দিলে গ্রামে গ্রামে কোভিড যুদ্ধ দুর্বল হয়ে পড়বে।

No comments