কাঁথি এরিয়া কমিটির অাওতাধীন নয়াপুট অঞ্চল সিপিঅাইএম কমিটি র উদ্যোগে নয়াপুট সুধীরকুমার হাইস্কুলের যাতায়াতের রাস্তায় খানাখন্দে বর্ষার জমা জলে সৃষ্ট ৩০ মিঃ দীর্ঘ জলাশয়ে অাজ "জাল ফেলে মাছ ধরা "কর্মসূচী রূপায়িত হয়। গত দুবছর ধ…
কাঁথি এরিয়া কমিটির অাওতাধীন নয়াপুট অঞ্চল সিপিঅাইএম কমিটি র উদ্যোগে নয়াপুট সুধীরকুমার হাইস্কুলের যাতায়াতের রাস্তায় খানাখন্দে বর্ষার জমা জলে সৃষ্ট ৩০ মিঃ দীর্ঘ জলাশয়ে অাজ "জাল ফেলে মাছ ধরা "কর্মসূচী রূপায়িত হয়। গত দুবছর ধরে বর্ষাকালে রাস্তার খানাখন্দের মেরামতী না হওয়ায় জলাশয়ের রূপ ধারন করে।ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক -শিক্ষিকা, জনসাধারণকে জল ডিঙিয়ে যাতায়াত করতে হয়।বিশেষ করে মহিলাদের জল পেরোতে গিয়ে অাব্রু ও সম্ভ্রম বজায় রাখা কষ্টকর হয়ে পড়ে।স্হানীয় পঞ্চায়েত কে বারে বারে জানিয়েও কোন সুফল মেলেনি। তাই বাধ্য হয়ে নয়াপুট অঞ্চল সিপিঅাইএম কমিটি জাল নিয়ে মাছ ধরার অভিনব কর্মসূচি পালন করতে বাধ্য হয়। প্রচুর মানুষ এই কর্মসূচী তে অংশগ্রহণ করেন। কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা প্রনব করন, সুশান্ত খুঁটিয়া, স্নেহাংশু ঘোড়াই,গোবিন্দ ভূঞ্যা,হিমাংশু মণ্ডল, সরস্বতী জানা,সুভাষ মান্না প্রমুখ নেতৃবৃন্দ। অপরদিকে সিপিঅাইএম এরিয়া কমিটির সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি প্রমুখ কাঁথি-১ ব্লকের বিডিও কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে নয়াপুট হাইস্কুল সংলগ্ন জলাশয় স্বরূপ রাস্তা মেরামতী র দাবী জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন অামফান দুর্যোগ কবলিত এলাকায় রাস্তাঘাটের দফারফা অবস্থা হয়েছিল। বর্ষার জলে খানাখন্দভরা রাস্তায় জলাশয়ের রূপ নিয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত ও প্রশাসনের কোন হেলদোল নেই। মানুষের দুর্ভোগের শেষ নেই। করোনা সংক্রমণ জনিত কারণে লকডাউন বিধি কে ঢাল করে মানুষের দুর্গতি কে চাপা দেওয়া যাবে না। রাস্তা মেরামতী র দাবী তে সাধারণ মানুষ রাস্তায় ধানরোপন ও জাল ফেলে মাছ ধরা ইত্যাদি কর্মসূচি গ্রহণ করবে।
No comments