রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া আমজন কোম্পানি পার্সেল ফেরত দিয়ে সততার নজির গড়লেন কাঁথির এক ব্যক্তি। কাঁথির পোস্ট অফিস মোড় থেকে দারুয়া হাসপাতাল রাস্তায় কপালকুণ্ডলা কাছে অ্যামজন কোম্পানির একটি পার্সেল কুড়িয়ে পান কাঁথি শহরের দারুয়…
রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া আমজন কোম্পানি পার্সেল ফেরত দিয়ে সততার নজির গড়লেন কাঁথির এক ব্যক্তি। কাঁথির পোস্ট অফিস মোড় থেকে দারুয়া হাসপাতাল রাস্তায় কপালকুণ্ডলা কাছে অ্যামজন কোম্পানির একটি পার্সেল কুড়িয়ে পান কাঁথি শহরের দারুয়ার বাসিন্দা আকতার আলী খাঁন। এরপর পার্সেলটি এর জন্য অ্যামাজন কোম্পানির কাঁথি শাখার যোগাযোগ করেন। তারপরে পার্সেলটি সংস্থার কর্মরত এক যুবককে ফেরত দেন আকতার বাবু। তারপরে অ্যামাজন কোম্পানির পক্ষ থেকে আকতারবাবুকে ধন্যবাদ জানান।জানা গিয়েছে, কাঁথি দারুয়া রাস্তায় অনলাইন ডেলিভারি করতে আসা ব্যাগ থেকে পার্সেলটি অসাবধানবশত পড়ে যায়। রাস্তায় পড়ে থাকা পার্সেলটি দেখতে পান দারুয়া বাসিন্দা আকতার।পার্সেলটি ফিরে পেয়ে খুশি অ্যামাজন কোম্পানি কর্মরত যুবক।
No comments