করোনা সংক্রমণের মধ্যে ফের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বড়োমা করোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে রবিবার বাড়ি ফিরলেন ২৩জন করোনা রোগী।তবে দিন কয়েকদিন আগে ১২জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল। এবার একসঙ্গে ২৩ জনের সুস্থতার…
করোনা সংক্রমণের মধ্যে ফের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বড়োমা করোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে রবিবার বাড়ি ফিরলেন ২৩জন করোনা রোগী।তবে দিন কয়েকদিন আগে ১২জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল। এবার একসঙ্গে ২৩ জনের সুস্থতার খবরে ফের হাসি ফুটেছে হাসপাতালের রোগী থেকে চিকিৎসকর স্বাস্থ্যকর্মীদের মুখে।তবে হাসপাতালের পক্ষ থেকে আগামী দশ দিন এদের সবাইকে হোম কোয়ারেণ্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।এই বিষয়ে হাসপাতালের এম.ডি আবজল বাবু জানান -"যে হারে করোনা আক্রমণের সংখ্যা বাড়ছে তার সাথেও বড়োমা করোনা হাসপাতাল থেকে প্রতিদিনই সুস্থতার খবর পাওয়া যাচ্ছে।তবে এর দাবীদার হাসপাতালের সাথে যুক্ত প্রতিটি ডাক্তার ও নার্স।ওনাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।"
No comments