পটাশপুর 2 নং ব্লকের পঁচেট অঞ্চলের খড়াই বাজার এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ, পরিবহন ও সেচ দফতরের জনপ্রিয় ও সফল মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা স্বাধীনতা সংগ্রামী শতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি…
পটাশপুর 2 নং ব্লকের পঁচেট অঞ্চলের খড়াই বাজার এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ, পরিবহন ও সেচ দফতরের জনপ্রিয় ও সফল মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা স্বাধীনতা সংগ্রামী শতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি তথা নন্দীগ্রাম আন্দোলনের মহানায়ক তথা পরিবর্তনের যুবনায়ক তথা মেদিনীপুর সহ সমগ্র রাঢ় বাংলার মুক্তিসূর্য সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের পক্ষ থেকে করোনা ভাইরাস সচেতনতামূলক কার্যক্রম হিসেবে ১000 পথচারীদের কাছে মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার প্রদান কর্মসূচী পালন করা হয়।
No comments