পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম।নন্দীগ্রামে মা মাটি মানুষের সরকারের থেকে আস্থা হারিয়ে গেরুয়া বিজেপিতে নাম লেখালেন। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের টেঙ্গুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গেস্ট হাউসে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে কর্মসূচি…
পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম।নন্দীগ্রামে মা মাটি মানুষের সরকারের থেকে আস্থা হারিয়ে গেরুয়া বিজেপিতে নাম লেখালেন। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের টেঙ্গুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গেস্ট হাউসে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
এই কর্মসূচিতে বিজেপিতে যোগদেন তৃণমূল ও সিপিএম থেকে ৫০ টি সংখ্যালঘু পরিবার তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন নন্দীগ্রাম ১ পূর্ব মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া।
নবাগতদের স্বাগত জানানো হয় নন্দীগ্রাম এক মণ্ডল বিজেপির পক্ষ থেকে। মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া বলেন যত বিধানসভা নির্বাচনে এগিয়ে আসবে নন্দীগ্রামে বিজেপি আরো শক্তিশালী হবে।
নন্দীগ্রামের বিজেপির শক্তি বাড়াতে এভাবেই ক্রমশ তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
প্রসঙ্গত আরও বলেন কেন্দ্রীয় দরকার এই লকডাউন পিরিয়ডে মহিলাদের প্রতি মাসে একটি করে উজ্জ্বলা গ্যাস ও এবং জনধন প্রকল্পের আবেদা যারা ছিলেন তারা 500 টাকা করে পেয়েছেন। এছাড়াও পরিযায়ী শ্রমিক দের জন্য রেশনের চাল ডাল এর ব্যবস্থা করা হয়েছে।
বিজেপিতে আশা নবাগতরা জানান শাসক দলের নেতৃত্বরা আম্ফান সহ বিভিন্ন প্রকার দুর্নীতিতে নিজেদের পকেট ভারি করছে।
আর এই দুর্নীতি সহ্য করতে না পেরে তাদের আজ এই দলে যোগদান।
আগামী দিনে তারা বিজেপি দলের হয়ে কাজ করতে চান।
No comments