কাঁথি চৌরঙ্গী মোড়ের এক জেরক্স ব্যাবসায়ী করোনা আক্রান্ত হয়েছিলেন ২৩ তারিখ বৃহস্পতিবার। ওই দিন সকালেই ওই ব্যক্তির রিপোর্ট পজেটিভ আসে। দুপুর নাগাদ ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় মেচগ্রাম বড়মা কোভিড হাসপাতালে। ওই ব্যক্তির নাম গৌতম জানা…
কাঁথি চৌরঙ্গী মোড়ের এক জেরক্স ব্যাবসায়ী করোনা আক্রান্ত হয়েছিলেন ২৩ তারিখ বৃহস্পতিবার। ওই দিন সকালেই ওই ব্যক্তির রিপোর্ট পজেটিভ আসে। দুপুর নাগাদ ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় মেচগ্রাম বড়মা কোভিড হাসপাতালে। ওই ব্যক্তির নাম গৌতম জানা(৬০) কাঁথি পৌর এলাকায় ১০ ওয়ার্ডে বাড়ি। বাড়িতে ছেলে ও স্ত্রী আছে ওদের ও এদিন কাঁথি মহকুমা হাসপাতালে লালা রস পরীক্ষা হয়েছে । এদিন সকালেই কাঁথি পৌর সভা ও দমকল বিভাগের কর্মীরা বাড়ি ও দোকান সানিটাইজ করে বলে জানা গেছে।
এই বিষয়ে কাঁথি পৌর সভার ১০ ওয়ার্ডে র প্রাক্তন কাউন্সিলর দিলীপ মাইতি বলেন, "ওই ব্যক্তি যে আমি চিনি, উনি আমার জানা করোনা আবহের মধ্যে বাইরে কোথাও যাননি। তবে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা ব্যাবসার দিক দিয়ে হয়তো করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। কি না সেটা দেখার বিষয়। যদিও এদিন সকালেই আমরা দাঁড়িয়ে থেকে ওনার বাড়ি সানিটাইজ করা হয়েছে। দুপুর ১:৩০ মিনিট নাগাদ মেচগ্রাম বড়মা থেকে খবর আসে যে উনি মারা গেছেন"।
সুস্থ সবল মিশুকে মানুষ ২৪ ঘন্টার ব্যবধানে মৃত্যু । তা আবার করোনা আক্রান্ত হয়ে, কাঁথি শহরে এই প্রথম মৃত্যু হলো কোনো ব্যক্তির। এই ঘটনার জেরে কাঁথির ব্যাবসায়ী মহল হতবাক। তার মৃত্যুটা কোনমতে মানতেই পারছেন না।
No comments