গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। সরকারি পরিসংখ্যান মতে গত দুই দিনে রাজ্যে লাগাতার বেড়েছে সংক্রমণ।তাই করোনা সংক্রমণ রুখতে চলতি সাপ্তাহের ২ দিনের (বৃহস্পতিবার ও শনিবার)লকডাউনের শ…
গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। সরকারি পরিসংখ্যান মতে গত দুই দিনে রাজ্যে লাগাতার বেড়েছে সংক্রমণ।তাই করোনা সংক্রমণ রুখতে চলতি সাপ্তাহের ২ দিনের (বৃহস্পতিবার ও শনিবার)লকডাউনের শুরু থেকেই কড়াকড়ির পথে হাঁটল রাজ্য সরকার।রাজ্য থেকে শুরু করে জেলা, সব জায়গাতেই পুলিশি কড়াকড়ির নজর দারি। অপ্রয়োজনে বাড়ি থেকে রাস্তায় বেরোলেই পুলিশের ধরপাকড়ের মুখে পড়তে হচ্ছে বহু মানুষকে। সেইসঙ্গে চলছে পুলিশের জোরদার টহল।তবে বিধি ভাঙায় কোথাও কোথাও কান ধরে ওঠবস করানোর ঘটনাও চোখে পড়েছে।এমনই এক ছবি উঠে এল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক,কোলাঘাট ও পাঁশকুড়া।আর সেই কথা মাথায় রেখে শুক্রবার তাম্রলিপ্ত পৌরসভায় বোর্ড মিটিং -এ সীদ্ধান্ত অনুযায়ী পৌর এলাকায় লকডাউন এর সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হল।এবং মঙ্গল,বুধ,বৃহস্পতিবার সম্পূর্ণভাবে লকডাউন করা হবে বলে জানানো হয়েছে।এবং তা আগামীকাল থেকেই কার্যকারি করা হবে বলে জানানো হয়েছে।
No comments