কাঁথির এক বাম নেতা আক্রান্ত করোনা ভাইরাসে
আতঙ্ক যেন পিছু ছাড়ছে না পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরকে। এবার এক সিপিএম নেতা আক্রান্ত হল মারন ভাইরাস করোনাতে।গত তিন দিন ধরে একের পর এক করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে সময়ে সময়ে । গত…
কাঁথির এক বাম নেতা আক্রান্ত করোনা ভাইরাসে
আতঙ্ক যেন পিছু ছাড়ছে না পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরকে। এবার এক সিপিএম নেতা আক্রান্ত হল মারন ভাইরাস করোনাতে।গত তিন দিন ধরে একের পর এক করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে সময়ে সময়ে । গত তিনদিনের মধ্যে কাঁথি শহরের বেশ কয়েক জনের করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে । এবার এক ব্যাঙ্ক কর্মচারী করোনা আক্রান্ত হলেন।ওই ব্যাক্তির বাড়ি কাঁথি পুরসভা ১৬ নং ওয়ার্ডের আঠিলাগড়ির জগন্নাথ মন্দির সংলগ্ন।
সুত্রের খবর কয়েক দিন আগে ওই ব্যাঙ্ক কর্মচারী করোনা উপসর্গ দেখা দেয়। পরে ওই ব্যাক্তিকে লালারস সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়। সেই রির্পোটে মারন করোনা ভাইরাস আক্রান্ত বলে জানিয়ে দেয়। এরপর তাকে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করে চিকিৎসা জন্য পাঁশকুড়া করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানাগেছে।
এই খবর ছড়িয়ে পড়তেই গোটা কাঁথি শহরে আতঙ্ক ছড়িয়েছে। অনেক কাঁথি শহরের একাধিক এলাকায় বাঁশ ঘিরে সীল করা হয়েছে। সকাল থেকে কাঁথি শহরের একাধিক এলাকায় দমকল দিয়ে স্যানিটাইজা করা হয়। সন্ধ্যায় কাঁথি শহরে রাস্তাঘাট ফাঁকা। এনিয়ে পুরো কাঁথি শহরে আতঙ্ক।
No comments