পুর্ব মেদিনীপুরের পটাশাপুর ২ নং ব্লকে পটাশাপুর ২নং পঞ্চায়েত সমিতির সৌজন্যে । সাউন্ড খণ্ড গ্ৰাম পঞ্চায়েতের সহযোগিতায় ,সাউৎখণ্ড ১৩ নং গ্ৰামপঞ্চায়েত কায্যালয়ে বনমহোৎসব অনুষ্ঠিত করা হলো।
এই বনমহোৎসব প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে উ…
পুর্ব মেদিনীপুরের পটাশাপুর ২ নং ব্লকে পটাশাপুর ২নং পঞ্চায়েত সমিতির সৌজন্যে । সাউন্ড খণ্ড গ্ৰাম পঞ্চায়েতের সহযোগিতায় ,সাউৎখণ্ড ১৩ নং গ্ৰামপঞ্চায়েত কায্যালয়ে বনমহোৎসব অনুষ্ঠিত করা হলো।
এই বনমহোৎসব প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে উদ্বোধন করলেন। উদ্বোধক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি দেবব্রত দাস ।
https://youtu.be/yciQ7BqSd3M
উপস্থিত ছিলেন ,প্রধান অতিথি পটাশপুরের বিধানসভার বিধায়ক জ্যোতির্ময়ী কর, পূর্ব মেদিনীপুর জেলার পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস, পটাশপুর ২নং ব্লকের সভাপতি চন্দন কুমার সাউ,পটাশপুর ২নং ব্লকের বি. ডি. ও., শ্রীমতি মধুমালা নন্দী, পূর্ব মেদিনীপুর জেলার বনধিকার বলরাম পাঞ্জা,এগরা বনবিভাগের রেঞ্জার প্রবীর সেন, পটাশপুর ২নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ গৌড় হরি মণ্ডল প্রমুখ
No comments