নবম শ্রেনীর ছাত্রী এক নাবালিকাকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে তাকে অপহরন করার অভিযোগ উঠলো এক বিজেপি নেতার বিরুদ্ধে।অভিযোগ অপহরনে অভিযুক্ত যুবকও বিজেপির সক্রিয় কর্মী।স্বাভাবিক কারনেই এই ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শাসক দলের…
নবম শ্রেনীর ছাত্রী এক নাবালিকাকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে তাকে অপহরন করার অভিযোগ উঠলো এক বিজেপি নেতার বিরুদ্ধে।অভিযোগ অপহরনে অভিযুক্ত যুবকও বিজেপির সক্রিয় কর্মী।স্বাভাবিক কারনেই এই ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শাসক দলের থেকে এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমন করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর- ১ ব্লকের দেপাল পঞ্চায়েতের আকনা গ্রাম ।এই গ্রামের বাসিন্দা সুশান্ত জানা ।জানা গেছে সুশান্ত জানা ও তাঁর পরিবার বিজেপির সক্রিয় সদস্য।স্থানীয় স্তরে দলকে নেতৃত্ব দেন তিনি ।সাম্প্রতিক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীও ছিলেন তিনি।স্বাভাবিক কারনে তাঁর ছেলে অমিত জানা এক নবম শ্রেনীর ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরন করায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সুত্রে জানা গেছে অপহৃতা নাবালিকা ফতেপুরের বাসিন্দা।এই নাবালিকা নিমতলা হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী।অপহৃতার বাবা সুধাংশু পয়ড়্যায় অভিযোগ বেশ কিছুদিন ধরে তাঁর মেয়েকে বিরক্ত করছিলো অমিত জানা ।এই বিষয়ে বেশ কয়েকবার অমিত জানাকে ডেকে বুঝালেও কোন কাজ হয়নি।এর মধ্যেই শুক্রবার তাঁর মেয়েকে ফুসলিয়ে অমিত অপহরন করে বলে অভিযোগ নাবালিকার বাবার ।
রামনগর থানায় নাবালিকার বাবা সুধাংশু পয়ড়্যা অভিযোগ করেছেন বড়িতে মেয়েকে দেখতে না পেয়ে তাঁরা আত্মীয় স্বজন ও পরিচিতদের সাথে যোগাযোগ করেন ।কোথাও মেয়ের সন্ধান পান নি ।এর মধ্যেই জানতে পারেন তাঁর নাবালিকা মেয়েকে ফুসলিয়ে অপহরন করেছে বিজেপি নেতার ছেলে অমিত ।পরে শনিবার বিয়ে করে নিজের বাড়ি ফিরেছে।এর পরেই রামনগর থানার সাথে যোগাযোগ করে নাবালিকার পরিবার।অভিযোগ দায়ের হয় ।তার পরেই রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহৃতাকে উদ্ধার করে ।বিজেপি নেতার ছেলেকে আটক করে রামনগর থানায় নিয়ে এসেছে পুলিশ ।ঘটনাটিকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য
No comments