করোনাভাইরাস আবহের লকডাউন এর ফলে মানুষ গৃহবন্দী। ২০ মে আম্ফানের ঘূর্ণিঝড়ে হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং রাজনৈতিক দলে উদ্যোগে মানুষদের ত্রাণ সামগ্রী পৌঁছে দে…
করোনাভাইরাস আবহের লকডাউন এর ফলে মানুষ গৃহবন্দী। ২০ মে আম্ফানের ঘূর্ণিঝড়ে হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং রাজনৈতিক দলে উদ্যোগে মানুষদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের ঘোষিত অনুযায়ী আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ পাবেন। সেই অনুযায়ী আবেদন করেছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ হওয়াতেই সারা জেলা জুড়ে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ।
সেই সঙ্গে হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকা অঞ্চলে অঞ্চলে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ ।যাদের প্রকৃত ক্ষতি হয়েছে তারা টাকা না পেয়ে দলের নেতা নেত্রী স্বজনপোষণ হয়েছে বলে অভিযোগ।
সেই অভিযোগ অনুযায়ী জাতীয় কংগ্রেসের উদ্যোগে হলদিয়া পঞ্চায়েত সমিতির সমষ্টি আধিকারিক তুলিকা দত্ত ব্যানার্জির নিকট একটি ডেপুটেশন দেন।
তাদের দাবি প্রকৃত ক্ষতিগ্রস্তদের মূল্যায়ন করে ক্ষতিপূরণ দিতে হবে স্বজন পোষণ নীতি বন্ধ করে এলাকার উন্নয়নের স্বার্থে বিডিও কে হস্তক্ষেপ করা। এছাড়া আরো বেশ কয়েকটি বিষয়ের উপর আজকের ডেপুটেশন দিলেন।
No comments