Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ করলেন বিডিও

সুতাহাটা ব্লকের আশদতলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের  বিরুদ্ধে আম্ফানে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে  সুতাহাটা থানায় অভিযোগ করলেন সুতাহাটা  সমষ্টি আধিকারিক সঞ্জয় সিকদার। অভিযোগ, সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় আশদতলিয়া গ্রামপঞ্…



সুতাহাটা ব্লকের আশদতলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের  বিরুদ্ধে আম্ফানে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে  সুতাহাটা থানায় অভিযোগ করলেন সুতাহাটা  সমষ্টি আধিকারিক সঞ্জয় সিকদার। অভিযোগ, সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় আশদতলিয়া গ্রামপঞ্চায়েতের  প্রধান শিবানী বাকুলি  সরকারী নিয়মবহির্ভূতভাবে সুতাহাটা  থানার জামালচকের  সুভাষচন্দ্র পড়িয়া এবং তার স্ত্রী পাপিয়া পড়িয়ার নাম আম্ফানে ঝড়ে ক্ষতিপূরণের তালিকায় নথিভুক্ত করেছেন।  অভিযোগ একই  পরিবারের  দুই সদস্যের নামেই ক্ষতিপূরণ তালিকাতে রাখা হয়েছে ।সেই ক্ষতি পূরণের তালিকা  পঞ্চায়েতের প্রধান  রেকমেন্ট করে সুতাহাটা  ব্লক অফিসে পাঠান। এই মর্মে অভিযোগ করেন আশদতলিয়া প্রধানের বিরুদ্ধে সুতাহাটার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সিকদার।
পঞ্চায়েত প্রধান শিবানী বাকুলি বলেন জামাল চকের  পঞ্চায়েত সদস্য আমি না। সুতাহাটা থানায় অভিযোগের ব্যাপারে তাই আমি  কিছু বলতে পারবো না।
সুতাহাটা বিডিও সঞ্জয় সিকদার বলেন ক্ষতিপূরণের তালিকাতে দুজনের নামে অভিযোগ ছিল। ক্ষতি পূরণের তালিকাতে স্বচ্ছতা  আনতে  ব্যাপারটি পুলিশের নজরে এনেছি।অভিযোগের কথা স্বীকার করে নিলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তাপস কুমার মাইতি তিনি বলেন।দুর্নীতি যারা করবে তার জন্য পার্টিতে কোন ঠাই নেই। রাজ্যের নেত্রী নেত্রী নির্দেশ দিয়েছেন যদি কোনো দুর্নীতি থাকে তা আইনি পদক্ষেপ নিয়েছেন। আইন সকলের জন্য সমান। তবে আমরা তদন্ত করে দেখব।ভারতীয় মজদুর সংঘের জেলা কার্যকরী সভাপতি প্রদীপ বিজলী বলেন। আমরা শাসকদলের নেতা-নেত্রীদের স্বজনপোষণ অভিযোগ করেছিলাম আম্ফানে ঘূর্ণিঝড়ে তা প্রমাণিত হলো ।সেই জন্য ওই এলাকার বিডিও কে ধন্যবাদ জানাই।

No comments