Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজঃ মাধ্যমিকে রাজ্যের মেয়েদের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র

https://youtu.be/Eg12LdnZ5sE

রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল পূর্ব বর্ধমান মেমারি বিদ্যাসাগর মেমোরিয়ালের ছাত্র অরিত্র পাল ।তার প্রাপ্ত নম্বর ৬৯৪ , দ্বিতীয় স্থান অধিকার কাটোয়া অভীক দাস…

https://youtu.be/Eg12LdnZ5sE

রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল পূর্ব বর্ধমান মেমারি বিদ্যাসাগর মেমোরিয়ালের ছাত্র অরিত্র পাল ।তার প্রাপ্ত নম্বর ৬৯৪ , দ্বিতীয় স্থান অধিকার কাটোয়া অভীক দাস। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। প্রত্যেক বারের মতই এবারেও শহরকে টেক্কা দিল জেলা। এবারে মাধ্যমিক ফলাফলের দিকে এগিয়ে রইল পূর্ব মেদিনীপুরের ৯৬.৫৯ শতাংশ। দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর ৯২.১৬ শতাংশ। তৃতীয় স্থানে কলকাতা ৯১.৭। মাধ্যমিকে লিখিত পরীক্ষা শেষ হয়েছে ২৭শে ফেব্রুয়ারি। এবারে পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৩৫ হাজার । মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকারী মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র তার প্রাপ্ত নম্বর ৬৯০। ভবানীপুর হাই স্কুলের ছাত্রী। ভবানীচক হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা দেবস্মিতার মা ।বাবা বনমালী চট্টা হাই স্কুলের শিক্ষক। দেবস্মিতা পড়াশোনার পাশাপাশি  গল্পের বই , গান শুনতে ভালবাসে।

No comments