Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং: মাধ্যমিকের ফল,ও এবারের মেধা তালিকা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। হলদিয়া বন্দরে প্রতি বেদন চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। এ বছরেও ছাত্রদে…



 প্রকাশিত হল মাধ্যমিকের ফল। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। হলদিয়া বন্দরে প্রতি বেদন চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। এ বছরেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বুধবারই মেধাতালিকা-সহ প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। অভিভাবকরা অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন দেখিয়ে স্কুল থেকে মার্কশিট তুলতে পারবেন। মাধ্যমিক শিক্ষা পর্ষদ স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে যাতে ভিড় না হয় তা খেয়াল রাখতে। দেখে নিন এবারের মেধা তালিকা-


প্রথম: মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র অরিত্র পাল। প্রাপ্ত নম্বর: ৬৯৪।

দ্বিতীয়: মোট ২জন দ্বিতীয় স্থানাধিকারী। বাঁকুড়ার ওন্দা হাইস্কুলের সায়ন্তন গড়াই, কাটোয়ার কাশীরাম দাস ইনস্টিটিউশন অভীক দাস। প্রাপ্ত নম্বর: ৬৯৩।

তৃতীয়: কেন্দুয়াডিহি হাইস্কুলের সৌম্য পাঠক। দেবস্মিতা মহাপাত্র এবং রহড়া রামকৃষ্ণ মিশন হোমের ছাত্র অরিত্র মাইতি। প্রাপ্ত নম্বর: ৬৯০।

চতুর্থ: অগ্নিভ সাহা। বীরভূম জেলা স্কুল। প্রাপ্ত নম্বর: ৬৮৯।


পঞ্চম: বংশীহারি হাইস্কুলের অঙ্কিত সরকার, স্বস্তিক সরকার, রশ্মিতা সিনহা মহাপাত্র বিক্রমপুর আরডি হাইস্কুল, বিভা বসু মণ্ডল গোরাবাজার মুর্শিদাবাদ

ষষ্ঠ: ষষ্ঠ হয়েছে ১২ জন। রিঙ্কিনি ঘটক শিলিগুড়ি গার্লস হাইস্কুল। রায়গঞ্জ করোনেশন হাইস্কুল অর্চিস্মান সাহা বীরভূম জেলা স্কুল, রাজিবুল ইসলাম প্রাপ্ত নম্বর: ৬৮৭। বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের সৃজন সাহা দক্ষিণচক হাইস্কুল অরিজিৎ গুহ রায়, সপ্তর্ষি জানা, অস্মি চৌধুরি অশোকনগর বাণীপীঠ গার্লস হাইস্কুল। সৌহার্দ পাত্র হরিয়া ময়নাপুর হাইস্কুল হাওড়া

সপ্তম: সপ্তম হয়েছেন ১৭ জন। করণ দত্ত, ঋতম বর্মন, সোহম তামাং, অরণী চট্টোপাধ্যায়, অরিত্র মাঝি, সাগ্নিক মিত্র কেন্দুয়া, বর্ধমান সিএমএইচ হাইস্কুলের শৌভিক সরকার, দিব্যকান্তি ঘোড়ই, সম্প্রীতি কুণ্ডু, পিয়াস প্রামাণিক, সাহিত্য মণ্ডল, শহিদ মহম্মদ শামিম।

অষ্টম: অষ্টম হয়েছেন ১১ জন। প্রাপ্ত নম্বর ৬৮৫। নাসমিন আজাদ, মহম্মদ তাহিনুজ্জামান, সুপ্রতীক পণ্ডিত, অঙ্কিতা ঘোষ, শুভঙ্কর মাইতি।

নবম: নবম স্থানাধিকারী অনেকেই। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪।

দশম: মাধ্যমিকে দশম স্থানাধিকারীরা পেয়েছেন ৬৮৩।

No comments