Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের আবাসিক দিব্যাঙ্গরা করোনা সতর্কীকরন রাখী তৈরীতে ব্যস্ত

হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, আগস্ট মাস মানেই ৯ই আগস্ট, ১৫ই আগস্ট স্বাধীনতা আন্দোলনের স¥রনীয় দিন গুলো নিয়ে নতুন নতুন ভাবনায় উদ্যাপনের মহড়া থাকে। তারই মাঝে ভাতৃত্বের বন্ধনে বিভিন্ন থিমে রাখী তৈরীতে ব্যস্ত থাকতে হয় নিমতৌড়ী হোমের…






হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, আগস্ট মাস মানেই ৯ই আগস্ট, ১৫ই আগস্ট স্বাধীনতা আন্দোলনের স¥রনীয় দিন গুলো নিয়ে নতুন নতুন ভাবনায় উদ্যাপনের মহড়া থাকে। তারই মাঝে ভাতৃত্বের বন্ধনে বিভিন্ন থিমে রাখী তৈরীতে ব্যস্ত থাকতে হয় নিমতৌড়ী হোমের আাবাসিক ও দিব্যাঙ্গদের। Safe Drive Save Life, মিশন নির্মল বাংলা, ব্ল্যাক মানি কাটমানি, রক্তদান, কন্যাশ্রী, এবারের রাখী তৈরীতে নতুন থিম আনল করোনা ভাইরাস কোভিড - ১৯। এই থিমে রাখী তৈরীতে এখন ব্যস্ত সাপলা সিকদার, গঙ্গা সামন্ত, প্রতিমা সামন্ত, মালবিকা বেরা, পম্পা দাস, পূজা মাইতি, সীমা কামিল্যা, সুমি সামন্ত, আরও অনেকে। করোনাকে জয় করতে সামাজিক দূরত্ব বজায রাখুন, মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। এই বার্তা নিয়ে এবছর ৫ হাজার রাখী তৈরীতে ব্যস্ত হোমের  আবাসিকরা। করোনা ভাইরাসের জন্য যদিও অর্ডার খুবই কম। তবুও এই রাখী স্বাস্থ্য বিধি মেনে পথ চলতি সাধারণ  মানুষকে  সপ্তাহ ব্যাপী  পরিয়ে ভাতৃতে¦র বন্ধনের সাথে সাথে জীবন সুরক্ষার বার্তা পৌঁছে দিতে এখন রাখী তৈরী চলছে জোর কদমে । বিক্রির জন্য খোলা হয়েছে বিশেষ কাউন্টার, হোম কর্তৃপক্ষের সাধারন সম্পাদক জানান - শুধু ভাতৃত্বের বন্ধন নয়, উপার্জন নয়, এখন এই পরিবেশ পরিস্থিতিতে বিশেষ সচেতনতার বার্তা পৌঁছে দেবে এই রাখী।  যতদিন না এই করোনা ভাইরাসকে রুখতে ভ্যাকসিন বা ঔষধ বের হচ্ছে ততদিন আমাদের এই থিমে রাখী তৈরীর কাজ চলবে। স্বাস্থ্য বিধি মেনে এই মহতি উদ্দ্যেশে রাখী কেনার জন্য আহ্বান জানাচ্ছি। ভাতৃত্বের বন্ধন ও সামাজিক সচেতনতা, ভাতৃত্বের বন্ধনে রাখী।

No comments