Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নবধারা ট্রাস্ট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের লোকধারা ও বর্ষা মঙ্গল উৎসব

বিশ্বমহামারীর প্রভাবে দীর্ঘ লকডাউনের কারণে শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নানাঅনুষ্ঠানসহ  সবকিছুর আর্থিক উপার্জনের দিকগুলি পাঁচ  মাস ধরে বন্ধ । শিল্পীদের পাশে দাঁড়াতে অনলাইনে লোকশিল্পী ,শাস্ত্রীয়, সৃজনশীল ও সমকালীন…





  বিশ্বমহামারীর প্রভাবে দীর্ঘ লকডাউনের কারণে শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নানাঅনুষ্ঠানসহ  সবকিছুর আর্থিক উপার্জনের দিকগুলি পাঁচ  মাস ধরে বন্ধ । শিল্পীদের পাশে দাঁড়াতে অনলাইনে লোকশিল্পী ,শাস্ত্রীয়, সৃজনশীল ও সমকালীন নৃত্য শিল্পীদের সহায়তা করতে নবধারা আয়োজন করে লোকধারা ও বর্ষা উৎসব। এই উৎসবে অংশগ্রহণকারী সকল শিল্পীদের আর্থিকভাবে সহায়তা করে ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র।  অনুষ্ঠানে শুভারম্ভে  শিল্পীদের শুভেচ্ছা জানান পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের ডিরেক্টর গৌরী বসু। সরকারি নিয়ম এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিল্পীরা তাদের বাড়িতে  ভিডিও করে পাঠায়। এই অনুষ্ঠানে  বাংলার লোকশিল্প নিয়ে বক্তব্য রাখেন লোক গবেষক , রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের লোক গবেষক অধ্যাপক ডঃ তরুণ কুমার প্রধান । রায়বেঁশে, রনপা, পাইক ,ঢালী ,কাঠি, পাতা নাচ, সারি গান, পূর্ব মেদিনীপুরের পট গান, বেনী পুতুল, কীর্তন গান, তাসা বাদ্যযন্ত্র,  খেজুরীর শবর উপজাতি(কাকমারা)সম্প্রদায়ের  নাচ-গানপ্রভৃতি বাংলার  লুপ্তপ্রায় লোকশিল্প নবধারা  তুলে ধরে‌
এছাড়া বর্ষা মঙ্গল উৎসবে নৃত্য জগতের গুরুদের উপস্থিতিতে তাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন নৃত্যশৈলীর প্রদর্শন করে।  অনুষ্ঠানে বাস্তব পরিস্থিতি, বিভিন্ন নৃত্যশৈলী বিষয়ক আলোচনা এবং গুরু শিষ্য পরম্পরা কে এগিয়ে নিয়ে যেতে উপস্থিত ছিলেন বিশিষ্ট  নৃত্যশিল্পী ও গুরুরা। ভরতনাট্যম্  অনিতা মল্লিক,কলামন্ডলম ভেঙ্কিট, মলি রায়,ওড়িশি রীনা জানা, কত্থক নৃত্য অসীমবন্ধু ভট্টাচার্য্য, গৌড়ীয় ডক্টর মহুয়া মুখার্জি, মনিপুরী বিম্বাবতী দেবী। অনুষ্ঠানে ভারতনাট্যম নৃত্য প্রদর্শন করতে করেন ডক্টর অর্কদেব ভট্টাচার্য্য, সৃজনশীল নৃত্য প্রদর্শন করেন জয়দেব গুহ, মনীষ সামন্ত, সমকালীন নৃত্য পরিবেশন করেন সমীর পন্ডার ছাত্রছাত্রী মধুরিমা পড়্যা, প্রেরণা মাইতি, অম্বিকেশ পন্ডা ও প্রিয়া পাত্র। এছাড়া অমৃত খাটুয়া, গোপাল মাইতি, দীপান মৈত্র ভারতনাট্যম নৃত্য প্রদর্শন করে। কথাকলি নৃত্য যাদব দাস, কত্থক নৃত্য সৃজিতা বৈদ্য, ওড়িশি নৃত্য সংঘমিত্রা জানা, মনিপুরী নৃত্য বিপ্লব ঘোষ ও গৌড়ীয় নৃত্য প্রদর্শন করেন অয়ন মুখার্জি। 

নবধারা ট্রাস্ট আগামী দিনগুলোতে বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি শিল্পীদের পাশে থাকতে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। নবধারা সরাসরি শিল্পীদের সাহায্য করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। নবধারার কর্ণধার সমীর পন্ডা জানান এই কঠিন পরিস্থিতিতে যেখানে শিল্পীদের সকল অনুষ্ঠান, ক্লাস সবকিছুই বন্ধ সেখানে শিল্পীদের মনোবল বৃদ্ধি ও আর্থিকভাবে কিছুটা সাহায্য করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন।

No comments