https://youtu.be/bg68mFZCNvs
করোনা প্রবাহে মানুষ আতংকিত। বেড়েই চলছে করোনা পজেটিভের সংখ্যা।তারি মাঝে বাসস্ট্যান্ডে এক লজে ভয়াবহ আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালেও গোটা এলাকায়,ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সেন্ট্…
https://youtu.be/bg68mFZCNvs
করোনা প্রবাহে মানুষ আতংকিত। বেড়েই চলছে করোনা পজেটিভের সংখ্যা।তারি মাঝে বাসস্ট্যান্ডে এক লজে ভয়াবহ আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালেও গোটা এলাকায়,ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে দেবজ্যোতি লজে ধোয়া উড়তে দেখতে পায় এলাকাবাসীরা।এরপর সাথে সাথে এলাকাবাসীদের তৎপরতায় খবর দেয়া হয় কাঁথি থানা ও দমকল আধিকারিকদের, খবর পেয়ে ঘটনাস্থলে কাঁথি থানা র পুলিশ ও দমকলের দুটো ইঞ্জিন পৌঁছায়, প্রায় ঘন্টা খানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে,তবে দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের ফলে লেগেছে আগুন,যদিও গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ,অন্যদিকে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
No comments