করোনার সংক্রমণ মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর দমকলবাহিনীও। সংক্রমণ এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে হলদিয়া প্রশাসনিক ভবন স্যানিটাইজ করা হল।আজ দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে স্প্রে …
করোনার সংক্রমণ মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর দমকলবাহিনীও। সংক্রমণ এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে হলদিয়া প্রশাসনিক ভবন স্যানিটাইজ করা হল।আজ দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে স্প্রে করা হল গোটা অফিসে।তা ছাড়া প্রশাসনিক ভবনের পাশাপাশি দোকানে এবং বিভিন্ন স্টলগুলো স্যানিটাইজার করল হলদিয়া দমকল বাহিনী।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক ডাউন চললেও
রাজ্য সরকারের সিদ্ধান্ত আম্ফানের ক্ষতিগ্রস্ত সহ বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম জন্য সাধারণ মানুষ আসেন। তাদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক মাইক প্রচার, তার সাথে সাথে অফিস সানরাইজ এর মধ্য দিয়ে সামাজিক বিধিনিষেধ ও নিরাপদ দূরত্ব মেনে কাজ করা। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা থাকে না। এদিন দমকলের ১টি ইঞ্জিন স্যানিটাইজার স্প্রে করল।
আজ হলদিয়া দমকল দফতরের উদ্যোগেই হলদিয়া দমকলবাহিনী স্যানিটাইজ করল।
দমকল সূত্রে জানা গিয়েছে, অফিসে পাশাপাশি সব দোকান ও লাইব্রেরী সামনে স্যানিটাইজার করা হল।
দমকলের ইঞ্জিনের মাধ্যমে স্যানিটাইজার ফিনাইল দিয়ে স্প্রে করা হয়। মূলত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া করা হয়েছে বলে জানান ।
No comments