Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিপিঅাইএম নেতা দেবকুমার ভূঞ্যার নৃশংস খুনের প্রতিবাদে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ অাহ্বানে বিক্ষোভ মিছিল

খেজুরী-২ ব্লকের বারাতলা গ্রামের সিপিঅাইএম নেতা দেবকুমার ভূঞ্যার গত ৪ঠা জুলাই রাত্রে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতকারীদের হাতে নৃশংস ভাবে খুন হওয়ার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারের দাবীতে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ অাহ্বানে হেঁড়…





খেজুরী-২ ব্লকের বারাতলা গ্রামের সিপিঅাইএম নেতা দেবকুমার ভূঞ্যার গত ৪ঠা জুলাই রাত্রে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতকারীদের হাতে নৃশংস ভাবে খুন হওয়ার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারের দাবীতে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ অাহ্বানে হেঁড়িয়া বাজারে বিক্ষোভ মিছিল পরিক্রমা করে।বাম-কংগ্রেসের যৌথ মিছিলে নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলনেতা অাবদুল মান্নান, বামফ্রন্ট পরিষদীয় দলনেতা ডঃ সুজন চক্রবর্তী,বিধায়ক তন্ময় ভট্টাচার্য , প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস নেতা সাদাব খাঁন,সিপিঅাইএম রাজ্য নেতা হিমাংশু দাস, জেলা সিপিঅাইএম নেতা নির্মল জানা,পরিতোষ পট্টনায়ক, বিধায়ক ইব্রাহিম অালি, তাপসী মণ্ডল, অশোক দিন্ডা, অারএসপি নেতা অমৃত  মাইতি,প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, গোকুল ঘোড়াই, মৃন্ময় মাইতি প্রমুখ নেতৃবৃন্দ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশের হেঁড়িয়া সিঅাই অফিসে উচ্চপদস্থ পুলিশ অাধিকারিককে বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। নেতৃত্ব দেন বিধায়ক ইব্রাহিম অালি, বিধায়ক ও সিপিঅাই জেলা সম্পাদক অশোক দিন্ডা, বিধায়ক তাপসী মণ্ডল সহ সিপিঅাইএম নেতা পরিতোষ পট্টনায়ক, অার এসপি নেতা অমৃত মাইতি সহ কংগ্রেস নেতৃবৃন্দ। বিক্ষোভ কর্মসূচী তে বক্তব্য রাখেন বিধানসভার বিরোধী দলনেতা অাবদুল মান্নান, বামফ্রন্ট পরিষদীয় দলনেতা ডঃ সুজন চক্রবর্তী, বিধায়ক তন্ময় ভট্টাচার্য, রাজ্য কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী ফরওয়ার্ড ব্লক নেতা অশ্বিনী সিনহা প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন সিপিঅাইএম রাজ্য নেতা হিমাংশু দাস। বিধানসভার বিরোধী দলনেতা অাবদুল মান্নান বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি, দুর্নীতি,সাম্প্রদায়িক রাজনীতি  ও অপশাসনের বিরুদ্ধে বাম-কংগ্রেস জোট ই বাংলায় পথ দেখাবে। সাম্প্রদায়িক বিজেপি ও স্বৈরতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের লড়াই চলবে।বামফ্রন্ট পরিষদীয় দলনেতা ডঃ সুজন চক্রবর্তী কেন্দ্রীয় সরকার কে বেচারাম সরকার ও  রাজ্যসরকার কে লুটেরার সরকার বলে অভিহিত করে বলেন উভয় সরকারের বিরুদ্ধে জনরোষ সর্বত্র অাছড়ে পড়ছে। অামফান থেকে সারদা-নারদা সব কেলেংকারী তে অাপাদমস্তক ডুবে অাছে তৃণমূলে কংগ্রেসের বড় অংশ।পায়ের তলার মাটি হারিয়ে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট সমাজবিরোধী রা।তিনি খুনীদের গ্রেফতারের দাবী করেন।বিজেপির বিভাজন ও দেশ বিক্রির নীতি ও তৃনমুলের লুম্পেনরাজের বিরুদ্ধে বাম-কংগ্রেস, গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোটকে শক্তিশালী করার অাহ্বান জানান ডঃ সুজন চক্রবর্তী।https://youtu.be/mXz7sqE8LSQ

No comments