https://youtu.be/8E0HOh3NbVI
হলদিয়াকে সবুজ আয়নে অঙ্গ হিসেবে আজ কয়েকটি বকুল ও ছাতিম চারা লাগানো হলো।হলদিয়া টাউনশিপ এ বিএমএস অফিস প্রাঙ্গণে। এছাড়া আম্ফানের ক্ষতিগ্রস্তদের হাতে চারা গাছ ও তিপোল তুলে দেন। গতকাল ২৩ জুলাই ভারতীয় …
https://youtu.be/8E0HOh3NbVI
হলদিয়াকে সবুজ আয়নে অঙ্গ হিসেবে আজ কয়েকটি বকুল ও ছাতিম চারা লাগানো হলো।হলদিয়া টাউনশিপ এ বিএমএস অফিস প্রাঙ্গণে। এছাড়া আম্ফানের ক্ষতিগ্রস্তদের হাতে চারা গাছ ও তিপোল তুলে দেন। গতকাল ২৩ জুলাই ভারতীয় মজদুর সংঘের ৬৬ তম প্রতিষ্ঠা দিবস ছিল। কিন্তু করোনা প্রবাহে লকডাউন থাকায় গতকাল কর্মসুচি বাতিল করে আজ দিন পালিত হয়। উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সম্পাদক অভিষেক মাল, পূর্ব মেদিনীপুর জেলা ভারতীয় মজদুর সংঘের কার্যকরী সভাপতি প্রদীপ বিজলী।ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
No comments