পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার ঘটনা ফকিরগন্জ গ্রামে, পাঁশকুড়া থানার অন্তর্গত। গুরুচরণ ম্যেটা বয়স (৫৬) ।কলকাতায় ফলের ব্যবসা করতেন । কয়েক দিন আগে গায়ে জ্বর নিয়ে বাড়িতে আসে, শোনা যাচ্ছে হার্টের ও হাঁপানির সমস্যা ছিল । গত…
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার ঘটনা ফকিরগন্জ গ্রামে, পাঁশকুড়া থানার অন্তর্গত। গুরুচরণ ম্যেটা বয়স (৫৬) ।কলকাতায় ফলের ব্যবসা করতেন । কয়েক দিন আগে গায়ে জ্বর নিয়ে বাড়িতে আসে, শোনা যাচ্ছে হার্টের ও হাঁপানির সমস্যা ছিল । গত কাল বিকেলে মারা যায়।
অবশেষে পাঁশকুড়া থানার পুলিশ এগিয়ে এসেছে দেহ উদ্ধার করে সৎকার করার জন্য ।
পুলিশ সূত্রের খবর ঐ ব্যক্তি ব্রেন স্ট্রোক করে মারা গেছেন ।
সূত্রের খবর বিতর্ক এড়ানোর জন্য পরিবারের অনুমতিতে ও উপস্থিতিতে একটি গোপন জায়গায় সৎকার করার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।
No comments