একেই মহামারী ভাইরাসের আতঙ্ক তার মাঝেই গোদের ওপর বিষফোঁড়ার পরিস্থিতি এসেছে ঘূর্ণিঝড় আফফানের তাণ্ডবে, এই পরিস্থিতিতে কর্মহারা বহু মানুষ, রুজি রোজগার বন্ধ রাজ্যের বহু মানুষের,লকডাউন কিছুটা শিথিল হলেও বহু ব্যবসায় ভাটা পড়েছে বহু …
একেই মহামারী ভাইরাসের আতঙ্ক তার মাঝেই গোদের ওপর বিষফোঁড়ার পরিস্থিতি এসেছে ঘূর্ণিঝড় আফফানের তাণ্ডবে, এই পরিস্থিতিতে কর্মহারা বহু মানুষ, রুজি রোজগার বন্ধ রাজ্যের বহু মানুষের,লকডাউন কিছুটা শিথিল হলেও বহু ব্যবসায় ভাটা পড়েছে বহু মানুষের,এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সমস্ত স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফী কমানোর কথা বলেছিল রাজ্য সরকারের তরফ থেকে,কিন্তু রাজ্যের বহু পাবলিক স্কুলে অভিভাবকদের দিতে হচ্ছে ফী,তাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবারে পথে নামল অভিবাবকরা, পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এ দিশারী পাবলিক স্কুলের সমস্ত অভিবাবকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল,অভিভাবকদের অভিযোগ বর্তমান পরিস্থিতির উপর খেয়াল না রেখে নেয়া হচ্ছে ফী,আরো অভিযোগ একাধিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মিলেনি ওইসব অভিবাবকদের, অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো পথই বেছে নিল অভিবাবকরা।
No comments