Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আম্ফানে ক্ষতিপূরণ না পাওয়ার ক্ষোভে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও উত্তপ্ত নন্দীগ্রাম

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ব্লকের ভেকুটিয়া অঞ্চলে আমফানে ক্ষতিপূরণ না  পাওয়ার ক্ষোভে বুথ সভাপতি সেখ হাসিবুল ও পঞ্চায়েত সদস্যা মেহেরা বিবির  বাড়িতে  চড়াও হয়।
বুথ সভাপতি সেখ হাসিবুল জানান ঐ ক্ষতিপূরণের টাকা পঞ্চায়েত …



পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ব্লকের ভেকুটিয়া অঞ্চলে আমফানে ক্ষতিপূরণ না  পাওয়ার ক্ষোভে বুথ সভাপতি সেখ হাসিবুল ও পঞ্চায়েত সদস্যা মেহেরা বিবির  বাড়িতে  চড়াও হয়।
বুথ সভাপতি সেখ হাসিবুল জানান ঐ ক্ষতিপূরণের টাকা পঞ্চায়েত ফেরত দিয়েছি।
এই খবর শোনার পরে  ঐ অঞ্চলে র একাধিক বুথের  বাসিন্দারা বাইরে থেকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে শুরু করে অঞ্চল অফিস চত্তরে।
প্রসঙ্গত, আম্ফান ক্ষতিপূরণে দূর্নীতির অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রাম। আম্ফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে এবার উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ব্লকের ভেকুটিয়া অঞ্চলে।বুধবার সকালে এই নিয়ে এলাকায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আম্ফানের তাণ্ডবে নন্দীগ্রাম ১ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু বাড়ি ঘর ঝড়ে ক্ষতি হওয়ায় সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের জন্য একটি তালিকা করা হয়। সেই ক্ষতিপূরণের তালিকা প্রকাশ্যে আসার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বেশকিছু মানুষ। সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ টাকা পায়নি। পঞ্চায়েত সদস্য এর একাউন্টে টাকা ।ভেকুটিয়া  বুথ সভাপতি সেখ হাসিবুল ও পঞ্চায়েত সদস্যা মেহেরা বিবি বলেন। জানতাম না পাকার ঘরের ক্ষতিপূরণ পাবেনা। আমরা জানতে পারায় ওই টাকা পঞ্চায়েত প্রধানের হাতে টাকাআমরা ফেরত দিয়েছি।



No comments