Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১০৭ তম জন্ম দিবস! জননেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর

জননেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর  ১০৭ তম জন্মদিবস সিঅাইটিইউ সহ বিভিন্ন গণসংগঠের উদ্যোগে সারা রাজ্য ও দেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালিত হয়। সিঅাইটিইউ, কাঁথি শাখার অায়োজনে দলীয় কার্যালয়ে জননেতা জ্যে…




জননেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর  ১০৭ তম জন্মদিবস সিঅাইটিইউ সহ বিভিন্ন গণসংগঠের উদ্যোগে সারা রাজ্য ও দেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালিত হয়। সিঅাইটিইউ, কাঁথি শাখার অায়োজনে দলীয় কার্যালয়ে জননেতা জ্যেতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন মন্ত্রী চক্রধর মেইকাপ  সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, সলিল বরণ মান্না, প্রণব পণ্ডা,কৃষ্ণেন্দু বারিক প্রমুখ নেতৃবৃন্দ। দেশপ্রাণ এরিয়া অায়োজনে প্রয়াত জ্যোতি বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, অাশীষ গিরি, তরুণ মাইতি, মানিক গারু, সেক ইউনুস উদ্দিন, অতসী দিন্ডা, পৃথ্বীরাজ শীট প্রমুখ নেতৃবৃন্দ। মারিশদা এরিয়া কমিটির কর্মসূচি তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস, ঝাড়েশ্বর বেরা, খাজা অাবুল অালি, প্রতাপ দাস, অশোক পণ্ডা, অনন্ত পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ। সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন বলেন জননেতা ও  প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ধর্মনিরপেক্ষতার মূর্ত প্রতীক, সাম্প্রদায়িক শক্তি সমূহের বিরুদ্ধে নিরলস যোদ্ধা, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষের নয়ণমনি ও দক্ষ প্রশাসক হিসাবে মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। দেশ,জাতি ও রাজ্যের সঙ্কটে জ্যোতি প্রদর্শিত পথেই সংগ্রাম কে এগিয়ে নিয়ে যেতে হবে।

No comments