বিনা হেলমেটের বাইক আরোহীদের ধরতে বিশেষ অভিযান এগরায়।বিনা হেলমেটের বাইক আরোহীদের ধরতে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় বিশেষ অভিযান চালাল এগরা থানার পুলিশ।শনিবার সকাল থেকে এগরা থানার ওসি ও এগরা ট্রাফিকের নেতৃত্বে শুরু হয় ওই বিশেষ অভিয…
বিনা হেলমেটের বাইক আরোহীদের ধরতে বিশেষ অভিযান এগরায়।বিনা হেলমেটের বাইক আরোহীদের ধরতে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় বিশেষ অভিযান চালাল এগরা থানার পুলিশ।শনিবার সকাল থেকে এগরা থানার ওসি ও এগরা ট্রাফিকের নেতৃত্বে শুরু হয় ওই বিশেষ অভিযান।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সুফল মিলেছে। এখন প্রায় ৯০ শতাংশ মোটরবাইক আরোহী নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহার করছেন। কিন্তু বাকি যে ১০ শতাংশ মানুষ এখনও সচেতন নন তাঁদের উদ্দেশ্যেই এই বিশেষ অভিযান চলছে। এদিন এগরা দীঘামোড়,ত্রিকোণ পার্ক,কলেজ মোড় সহ বিভিন্ন পয়েন্টে বিনা হেলমেটের যাত্রী ধরতে বিশেষ অভিযান চালানো হয়।পাশাপাশি বিনা হেলমেটের বাইক আরোহীদের ধরে জরিমানা করা হয়।
এ বিষয়ে এগরা থানা পুলিশের ট্রাফিক প্রদীপ মজুমদার বলেন, “এগরার বিভিন্ন পাইকারি দোকানে ও হাটে হাজার হাজার মানুষ আসেন।
শুধুমাত্র এগরা নয়,এগরা সহ পাশ্ববর্তী এলাকা থেকে বহু মানুষ আসেন এখানে। যাঁরা মোটরবাইক নিয়ে বাজারে,ব্যাঙ্কে বা অন্য কোথাও কাজে আসেন তাঁরা ঠিকমতো ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন কিনা তারজন্যই আমাদের এই অভিযান। আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা। যাতে তিনি এখন থেকেই হেলমেট ব্যবহার করেন।” অনেকে নিজে হেলমেট ব্যবহার করলেও বাইকে তাঁর সহযাত্রীর মাথায় হেলমেট নেই এমন ঘটনাও চোখে পড়ছে। এদের সচেতন করতেই এই স্পেশাল অভিযান।
No comments