করোনা ভাইরাসের কারনে গত প্রায় আড়াই মাস ধরে লকডাউনের জেরে বন্ধ রয়েছে গেঁওখালি- নুরপুর, গেঁওখালি- গাদিয়াড়া ফেরি সার্ভিস। এরপর চলতি মাসের প্রথম থেকে ফেরি চলাচলের অনুমতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু …
করোনা ভাইরাসের কারনে গত প্রায় আড়াই মাস ধরে লকডাউনের জেরে বন্ধ রয়েছে গেঁওখালি- নুরপুর, গেঁওখালি- গাদিয়াড়া ফেরি সার্ভিস। এরপর চলতি মাসের প্রথম থেকে ফেরি চলাচলের অনুমতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু কাল হয়ে দাঁড়ায় ঘূর্ণিঝড় আম্ফান। ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি ফেরিঘাট একেবারে নড়বড়ে হয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর যদিও একদিন ফেরী চলাচল চালু হয়েছিল কিন্তু এরপর ফেরিঘাটের অবস্থা নড়বড়ে হওয়ার জন্য ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর ফেরিঘাট পরিদর্শনে আসেন নবান্নের তিন প্রতিনিধিদল।
নবান্নের তিন প্রতিনিধিরা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলন। সেইমতো আজ থেকে চালু হয়ে গেল গেঁওখালী - নুরপুর ফেরি সার্ভিস। স্বস্তির নিঃশ্বাস ফেলছে অফিস যাত্রী এলাকার মানুষ।
No comments