Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লরির চাপায় ব্যবসায়ী মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

লকডাউনের মধ্যেই লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তপন রানা(৪৫)নামের এক ডেকোরেটার্স ব্যবসায়ীর।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে এগরা-বাজকুল রাজ‍্য সড়কের পটাশপুর থানার টেপরপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,অনুষ্ঠানের অর্ডার পেয়ে…




 লকডাউনের মধ্যেই লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তপন রানা(৪৫)নামের এক ডেকোরেটার্স ব্যবসায়ীর।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে এগরা-বাজকুল রাজ‍্য সড়কের পটাশপুর থানার টেপরপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,অনুষ্ঠানের অর্ডার পেয়ে এদিন দুপুরে ওই ব্যক্তি তার বাড়ির সামনে একটি ইঞ্জিন রিক্সায় তার ডেকোরেটার্সের সমস্ত জিনিসপত্র আনলোড করছিলেন।ঠিক সেই সময় হঠাৎই অমর্ষি'র দিক থেকে আসা এগরাগামী একটি দ্রুতগতির মাল বোঝাই লরির রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা ওই ডেকোরেটার্সের ইঞ্জিন রিক্সাতে প্রথমে ধাক্কা মারে,তারপর ওই ইঞ্জিন রিক্সার সামনে থাকা ওই ডেকোরেটার্স ব্যবসায়ী তার ভারসাম্য হারিয়ে রাস্তার উপরে উল্টে পড়েন।ঠিক সেই সময় ওই দ্রুতগতির লরি এসে তাকে পীষে দিয়ে পালিয়ে যায়।তবে এই ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে পটাশপুর থানায় খবর দেয়।তারপর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর,'ঘাতক লরি সহ চালক ও খালাসিকে খড়াই বাজার থেকে গ্ৰেপ্তার করা হয়েছে।পাশাপাশি ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে কাঁথি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

No comments