স্পর্শ প্রকল্পে ২ বস্তিবাসীকে আম্ফানের নষ্ট হয়ে যাওয়া ঘর তৈরি করে দিল হলদিয়া থানার পুলিশ। চিরঞ্জিব পুর অহল্যা জানাও মাতঙ্গিনী বস্তির শামসুর নাহার কে। শনিবার নতুন ঘর তুলে দেন হলদিয়া থানার পুলিশ আধিকারিক কুদরত-ই-খুদা ।
তিনি জ…
স্পর্শ প্রকল্পে ২ বস্তিবাসীকে আম্ফানের নষ্ট হয়ে যাওয়া ঘর তৈরি করে দিল হলদিয়া থানার পুলিশ। চিরঞ্জিব পুর অহল্যা জানাও মাতঙ্গিনী বস্তির শামসুর নাহার কে। শনিবার নতুন ঘর তুলে দেন হলদিয়া থানার পুলিশ আধিকারিক কুদরত-ই-খুদা ।
তিনি জানালেন এদের প্লাস্টিক ত্রিপোল ছাউনি ঘর উড়ে গিয়েছিল। বাঁসের চাঁচ, ইটের মেঝের টালি ছাউনি দেওয়া দু কামরার ঘর তৈরি করে দেওয়া হয়েছে ।
স্পর্শ প্রকল্পের নানাভাবে সাহায্য করা হয়। হলদিয়া থানা এলাকার স্পর্শ প্রকল্পে হতদরিদ্র ৪৫ জনকে ১৫ দিন অন্তর খাদ্য সামগ্রী ও ঔষধ পৌঁছে দেয় সিভিক ভলেন্টিয়ার। এছাড়া হলদিয়া টাউনশিপ আবাসন এলাকায় শতাধিক বৃদ্ধ-বৃদ্ধা কে ঔষধ চিকিৎসার ব্যবস্থা , ব্যাঙ্কিং সাহায্য বাজার হাট করে দেয় নিয়মিত। এদের দেখভাল করে হলদিয়া থানার পুলিশ।
No comments