মারণ ভাইরাস করোনার হাত থেকে বাঁচতে যখন প্রত্যেকেই আমরা নিজেদের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করেছি তখনও কিন্তু ‘ওরা’ ওদের কর্তব্যে অবিচল। চিকিৎসক-নার্সদের মত এই সমাজ তথা দেশকে ভাইরাস মুক্ত রাখতে অবিরাম লড়ে চলেছেন। বাড়ির আবর্জনা ন…
মারণ ভাইরাস করোনার হাত থেকে বাঁচতে যখন প্রত্যেকেই আমরা নিজেদের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করেছি তখনও কিন্তু ‘ওরা’ ওদের কর্তব্যে অবিচল। চিকিৎসক-নার্সদের মত এই সমাজ তথা দেশকে ভাইরাস মুক্ত রাখতে অবিরাম লড়ে চলেছেন। বাড়ির আবর্জনা নেওয়া থেকে পাড়ায় কীটনাশক ছড়ানো সব দায়িত্বই নির্লিপ্ত ভাবে পালন করে যাচ্ছেন প্রতিদিন।
যারা আমাদের সুস্থ রাখার জন্য ভোর থেকে কাজ শুরু করে সেই পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রথমেই গোলাপ ফুল, লাইফবয় সাবান ও মাস্ক বিতরণ করা হয়।সাথে মিষ্টি মুখও।তারা যদি সুস্থ থাকেন, তাহলে এলাকার মানুষ সুস্থ থাকবে।
আজ এই শুভক্ষনে উপস্থিত ছিলেন হলদিয়ার বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার, প্রাক্তন কাউন্সিলার হেলেন করন, অসিত করন, সমাজসেবী অরুন কুমার দাস মহাশয়, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবী তাপস রায়, উজ্জ্বল গিরি, সোনালী জানা ,সোমা চৌধুরী, চৈতালী মজুমদার (পশুপ্রেমী) শেখর মজুমদার , পূর্ব মেদিনীপুর জেলা এর ক্যারাটে প্রশিক্ষক সনাতন হালদার, গোপাল মাসান্ত প্রমুখ।
No comments