Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১২ই জুলাই কমিটির উদ‍্যোগে কেন্দ্র ও রাজ‍্য সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধি,কয়লাসহ রাষ্ট্রায়ও শিল্পের বেসরকারীকরনের বিরুদ্ধে, আম্ফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, ফেডারেশন সমূহ ও ১২ই জুলাই কমিটির উদ‍্যোগে--হলদিয়ার গিরিশ…



 পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধি,কয়লাসহ রাষ্ট্রায়ও শিল্পের বেসরকারীকরনের বিরুদ্ধে, আম্ফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, ফেডারেশন সমূহ ও ১২ই জুলাই কমিটির উদ‍্যোগে--হলদিয়ার গিরিশমোড় থেকে সিপিটি মার্কেট পর্যন্ত‍্য বিক্ষোভ মিছিল হয়।
হলদিয়া শহরে সকলের জন্য কাজ,খাদ্য ও জনস্বাস্থ্য সুনিশ্চিত করনের দাবীদাওয়ার ভিত্তিতে  লকডাউন বিধি মেনে বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। নেতৃত্ব দেন সিপিআইএম জেলা কমিটির সদস্য শ্যামল মাইতি, শ্রমিক নেতা লক্ষীকান্ত সামন্ত, অচিন্ত্য শাসমল, পরিতোষ পট্টনায়েক, পূর্বাশা সামন্ত, প্রণব সামন্ত, হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল মন্দিরা পান্ডা এছাড়া ১২ ই জুলাই কমিটির অন্যান্য নেতৃত্ব। শ্যামল মাইতি বলেন
বলেন করোনা ও আম্ফান মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ।করোনা পেটের ভাত কেড়ে নিয়েছে। আর আম্ফান মাথার উপরে ছাদ উড়িয়ে দিয়েছে। অপরিকল্পিত লকডাউন করোনা সংক্রমণ বৃদ্ধিতে মূল ভূমিকা নিয়েছে। করোনা ত্রাণ ও বাড়ীর ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দলবাজি ও দুর্নীতি সমানে চলছে। রাজ্যে জনস্বাস্থ্য ব্যবস্হা বিপর্যস্ত। অন্তর্জাতিক বাজারে তেলের দাম তলানিতে অথচ দেশের বাজারে তেলের দাম দিন দিন বেড়েই চলেছে। বিক্ষোভ কর্মসূচী তে তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করার দাবী উত্থাপিত হয়।

No comments