Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আম্ফানের ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ‌ না পেয়ে দেভোগগ্রাম পঞ্চায়েত অফিসে তালা

হলদিয়া পঞ্চায়েত সমিতির দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ অফিসে তালা লাগালো।
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পঞ্চায়েত এবং পৌর এলাকায় দলীয় নেতা নেত্রীদের নাম চলে আসে ক্ষতিগ্রস্তদের তালিকায়। যাদের পাকা বাড়ি, ক্ষতি ও হয়নি তার…


হলদিয়া পঞ্চায়েত সমিতির দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ অফিসে তালা লাগালো।
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পঞ্চায়েত এবং পৌর এলাকায় দলীয় নেতা নেত্রীদের নাম চলে আসে ক্ষতিগ্রস্তদের তালিকায়। যাদের পাকা বাড়ি, ক্ষতি ও হয়নি তারাও ক্ষতিপূরণে অনেকেই টাকা পেয়ে যায় ।সেই সব অভিযোগে জেলা প্রশাসন বন্ধ করে দেয় টাকা দেওয়ার কাজ। পুনরায় মূল্যায়নের জন্য প্রত্যেক পঞ্চায়েত অফিসে নির্দেশ পাঠানো হয়। কিন্তু তাতেও নাকি অনেক গরমিল রয়েছে। আর তার জন্য দেভোগ গ্রামে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড়ে তাদের নামের তালিকা নেই। তারা অভিযোগ করে বিক্ষোভ ও পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয়।https://youtu.be/9ztRHQWOhHI

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার এলাকায়।হলদিয়া পঞ্চায়েত সমিতি দেভোগ গ্রাম পঞ্চায়েতে আম্ফানে ক্ষতিগ্রস্তদের প্রকাশ করেন।
 সেই তালিকা বাদ পড়েছে যাদের প্রকৃত ক্ষতি হয়েছে  আম্ফানের ঘূর্ণিঝড়ে তাদের নাম । সেই প্রতিবাদে অঞ্চল অফিসের সামনে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। কারণ তালিকায় অনেক অসংগতি ও ,স্বজন পোষন রয়েছে। ভবানীপুর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভ তুলে নেয় পরিবেশ স্বাভাবিক হয়।

No comments