Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুরানো মামলা জামিনের জন্য কাঁথি আদালতে এলেন দিলীপ ঘোষ

রাজ্যের গণতন্ত্র ও জীবন রক্ষার জন্য আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।যেদিন থেকে অর্জুন সিং আমাদের দলে এসেছে, সেদিন থেকে তাকে খুনের পরিকল্পনা করছে।বাড়ির সামনে একদিকে তৃণমূলের গুন্ডা বাহিনী ও অন্যদিকে পুলিশ দাঁড়ি…




 রাজ্যের গণতন্ত্র ও জীবন রক্ষার জন্য আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।যেদিন থেকে অর্জুন সিং আমাদের দলে এসেছে, সেদিন থেকে তাকে খুনের পরিকল্পনা করছে।বাড়ির সামনে একদিকে তৃণমূলের গুন্ডা বাহিনী ও অন্যদিকে পুলিশ দাঁড়িয়ে থাকে।বাড়ির বাইরে বেড়ালে তৃণমূলের গুন্ডা বাহিনী বোম মারবে, আর বেঁচে গেলে পুলিশ গ্রেফতার করবে।এরাজ্যে নির্বাচিত সাংষদদের কোন সুরক্ষা ও সম্মান নেই পূর্ব মেদিনীপুর এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংষদ দিলীপ ঘোষ। শনিবার তিনি পূর্ব মেদিনীপুরে কাঁথি মহকুমা আদালতে কাঁথি ও জুনপুট থানার পৃথক পৃথক দুটি মামলায় হাজিরা দিতে আসেন।


এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এমনিতেই এক লক্ষ যোদ্ধা নিয়ে কাজ শুরু করেছিল। তারা এখন আমফান টাকা ও রেশন চুরি করছে। আরও কম পড়েছে তাই আরও জোরদার করার জন্য যোদ্ধা তৈরি করতে শুরু করেছেন। হাসপাতাল ও বেড নেই যোদ্ধারা কোথায় আছেন চাল চুরি করতে ব্যস্ত নাকি।একটা অশুভ শক্তি আছে সেটা স্থায়ী, আর সেটা স্থায়ী হতে দেব না। দিলীপবাবু আরও বলেন কোথাও কোথাও আমার মামলা আছে গ্রেফতারী পরোয়ানা জারি হয়ে যাচ্ছে। আদালতের সামনে এসে হাত জোড় করে এসে দাঁড়াই। কাঁথি আদালতের আইনজীবী ও পুলিশ আমাকে খুব ভালোবাসেন।দুই - তিন মাস অন্তর একবার করে ডাকেন, আমি চলে আসি। পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে দুশোজন তৃণমূল নেতাকে শোকজ করা প্রসঙ্গে বলেন দু লক্ষ নেতাকর্মীরা টাকা খেয়েছেন। দুশোজনকে করে কি হবে। জুতো মেরে গরু দান চলবে না।পাশাপাশি তিনি দলীয় সভা থেকে রাজ্যের সাংসদ, বিধায়কদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন। বিজেপি সংসদ অর্জুন সিংকে রাজ্য পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।পাশাপাশি এদিন সভায় দিলীপ ঘোষ দলীয় সভাপতি ও দলীয় কর্মীদের মনোবল ও কর্মী সংগঠিত করার আহ্বান জানান।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ‍্য বিজেপি সম্পাদক তুষার মুখ‍্যার্জী,বিজেপি জেলা সভাপতি অনুপ চক্রবর্তী,সাংসদ প্রতিনিধি আশিস নন্দ,জেলা সম্পাদক কৌশিক মন্ডল,কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অরুপ ঘোষ সহ অন্যান্য দলীয় কর্মীরা।

No comments