Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে কোলাঘাট কে,টি,পি,পি হাই স্কুলের ছাত্র তিয়াস প্রামানিক

করোনার আবহাওয়ার মাঝেও খুশির খবর পূর্ব মেদিনীপুরে।রাজ‍্যের মাধ‍্যমিক পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে কোলাঘাট বাসী।সাথে সাথে আত্মহারা হয়ে উঠেছেন কে. টি.পি.পি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।কারন তাদের স্কুলের দ…




করোনার আবহাওয়ার মাঝেও খুশির খবর পূর্ব মেদিনীপুরে।রাজ‍্যের মাধ‍্যমিক পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে কোলাঘাট বাসী।সাথে সাথে আত্মহারা হয়ে উঠেছেন কে. টি.পি.পি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।কারন তাদের স্কুলের দুই ছাত্র তিয়াস ও সৌমপ্রভ  যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থান অধিকার করেছে। তিয়াসের  বাড়ির লোকেরা  খুশিতে মেতে উঠেছেন। বাবা মা আত্মহারা হয়ে উঠেছেন ছেলের এমন ফল প্রকাশে।তিয়াসের দাদু এই ফল প্রকাশের থেকে বেশি আশা করেছিলেন বলে জানান।ঠাকুমা বলেন - ও পড়াশুনো নিয়েই থাকতো যখনই দেখতাম তখনই পড়তো ওকে পড়ার কথা বলতে হতো না।
তিয়াস জানান -"আমার এই ফল প্রকাশের পেছনে আমার বাবা ও মায়ের ভূমিকা সবথেকে বেশি।বাবা আমাকে প্রচুর গাইড করতেন।এছাড়া স্কুল শিক্ষক ও গৃহ শিক্ষকেরও ভূমিকা প্রচুর। ভবিষ্যতে কী নয়ে পড়বো তা এখনো পর্যন্ত ভেবে দেখা হয়নি কী নিয়ে পড়াশুনো করবো।তবে আমার অতিরিক্ত সময়ে পড়াশুনো করতেই ভালো লাগে।তবে মাঝে মাঝে গোয়েন্দা তদন্ত বই পড়তাম।

No comments