ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে গ্রামাঞ্চলে রোগের প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। এই অবস্থায় ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা পূর্ব মেদিনীপুর জেলায় ফিরত…
ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে গ্রামাঞ্চলে রোগের প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। এই অবস্থায় ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা পূর্ব মেদিনীপুর জেলায় ফিরতেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
সেই মতো কাঁথি শহরের এক ব্যাবসায়ীর করোনা আক্রান্ত হল।ঘটনাটা জানার পরেই আতংক ছড়িয়েছে শহর জুড়ে ।এর পরেই তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে কাঁথি বাজার সীল করা হল।
জানা গেছে কাঁথির উদয়ন রোডের বাসিন্দা এই ব্যাক্তির সংলগ্ন এলাকাতেই আছে সাইকেল দোকান।দীর্ঘদিন ধরে তিনি এই ব্যাবসার সাথে যুক্ত।তিনি করোনা আক্রান্ত হয়েছেন জানার পরেই শহরের বিভিন্ন প্রান্তে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এই ব্যাবসায়ীকে উদ্ধার করে বড়মা করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎস্যার জন্যে।
No comments