এখন চলছে অরণ্য সপ্তাহ।প্রতি বছর ১৪- ২০জুন আমরা বড়ো করে বন মহোৎসব করতাম।এবারে পরিস্থিতি অন্যরকম।একদিকে কোভিড্ - ১৯ কেড়ে নিয়েছে আমাদের সহজ জীবনযাপন।অন্যদিকে উম পুনের দাপটে পুরো পূর্ব মেদিনীপুর সহ হলদিয়া চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।ভ…
এখন চলছে অরণ্য সপ্তাহ।প্রতি বছর ১৪- ২০জুন আমরা বড়ো করে বন মহোৎসব করতাম।এবারে পরিস্থিতি অন্যরকম।একদিকে কোভিড্ - ১৯ কেড়ে নিয়েছে আমাদের সহজ জীবনযাপন।অন্যদিকে উম পুনের দাপটে পুরো পূর্ব মেদিনীপুর সহ হলদিয়া চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।ভেঙে , উপড়ে পড়েছে অজস্র গাছ।সেই ক্ষতিপূরণ ছোটো গাছ লাগিয়ে কিছুটা হলেও পূরণ করতে অগ্রণী ভূমিকা নিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,হলদিয়া শহর বিজ্ঞান কেন্দ্র।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রায় ৫০০ফলের চারা বিতরণ করেছি ও অনেকগুলি জায়গায় নিজেরা রোপণ করেছি।এবারে আমরা ১০০০ নানা ধরনের চারা (মেহগনি,কদম,আকাশমনি,কাঞ্চন, মহানিম,জারুল প্রভৃতি) দিলাম হলদিয়া শহরের বিভিন্ন বিজ্ঞান সভাগুলিতে।কিন্তু অরণ্য সপ্তাহ বলে কোভিড্ কে ভুলে গেলে চলবে না।তাই চিরঞ্জিবপুরের ১০০ দরিদ্র মানুষের হাতে তুলে দিলাম, লিকুইড সাবান,মাস্ক(২টি), স্যানিটাইজার,চারাগাছ ও লিফলেট। এভাবেই এই কঠিন সময়ে পালিত হলো অরণ্য সপ্তাহ।কভিড্ শুরু থেকে আজ পর্যন্ত আমরা প্রায় ১০০০ এর বেশি পরিবারের কাছে পৌঁচেছি।গত সপ্তাহে আমাজন ও সীনী র উদ্যোগে আমরা অনেক উম পূণ বিধ্বস্থ মানুষদের খাবার দিতে পেরেছিলাম।আজ ও সাহায্য করলেন স্থানীয় মানুষজন। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
No comments