ফের কাঁথিতে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল
যত দিন যাচ্ছে কাঁথিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।করোনা আক্রান্ত বাড়তে থাকায় আতঙ্কিত কাঁথি শহর ও শহর তলির বাসিন্দারা।এবার এককি পরিবারের তিনজন সদস্যের শরীরের করোনা সংক্রমন পাওয়…
ফের কাঁথিতে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল
যত দিন যাচ্ছে কাঁথিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।করোনা আক্রান্ত বাড়তে থাকায় আতঙ্কিত কাঁথি শহর ও শহর তলির বাসিন্দারা।এবার এককি পরিবারের তিনজন সদস্যের শরীরের করোনা সংক্রমন পাওয়া গেল। নতুন করে করেনা ভাইরাস আক্রান্ত হলেন মা ও মেয়ে।আক্রান্তদের রাতে চিকিৎসার জন্য পাঁশকুড়া করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে কাঁথি দেশপ্রাণ ব্লকের কাঁথি সুপার মার্কেটের সবজির ব্যাবসা রয়েছে। ওই ব্যবসায়ী কয়েকদিন আগে করোনা উপসর্গ দেখা দেয়। ব্যবসায়ী লালারস সংরক্ষণে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্টে করোনা পজেটিভ বলে জানিয়ে দেয় স্বাস্থ্য দপ্তর। এরপর ওই ব্যবসায়ীকে চিকিৎসার জন্য পাঁশকুড়া বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ী এখন বড়মা হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ী পরিবারের সদস্যদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরিবারের বাকী সদস্যদের হোম কেয়ারন্টাইন থাকার নির্দেশ দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের বাকী সদস্যদের করোনা ভাইরাস নেগেটিভ এলেও। আক্রান্ত ব্যবসায়ী স্ত্রী ও মেয়ে রিপোর্টে পজেটিভ আসে। রাতেই স্বাস্থ্য দপ্তর থেকে এসে গাড়িতে করে মা ও মেয়েকে চিকিৎসার জন্য পাঁশকুড়া বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্বাস্থ্য আধিকারিক বলেন দুজনে করোনা ভাইরাস পজিটিভ আশায় চিকিৎসা জন্য পাঁশকুড়া বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পাশাপাশি আক্রান্ত বাড়ি আপাতত সীল করা হয়েছে।পুরো বাড়িটি স্যানিটেশান করা হবে।
No comments