Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা আর ছাড়ছে না ,একদিনে ফের করোনা আক্রান্ত ১৭জন পরিযায়ী শ্রমিক

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে গ্রামাঞ্চলে রোগের প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। এই অবস্থায় ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা পূর্ব মেদিনীপুর জেলায় ফিরত…


ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে গ্রামাঞ্চলে রোগের প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। এই অবস্থায় ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা পূর্ব মেদিনীপুর জেলায় ফিরতেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার এগরা ১ও ২ব্লকের ৪জন,পটাশপুর ১ ব্লকের ৫জন ও ভগবানপুর ১ ব্লকের ৮জন পরিযায়ী শ্রমিকের করোনা আক্রান্তের হদিস মিলল বুধবার।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে,লকডাউনের কারনে চলতি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দিল্লি,গুজরাট ও কলকাতা থেকে নিজের বাড়ি ফিরে আসে এই পরিযায়ী শ্রমিকেরা।এরপর গত ১১ই জুলাই পটাশপুর ১ ভগবানপুর ১ ব্লক স্বাস্থ্য কেন্দ্র পটাশপুর ৫ জন ও ভগবানপুরের ৮জন পরিযায়ী শ্রমিকের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠায়।অপরদিকে ওই দিন এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এগরা ১ ও ২ ব্লকের ৪জন পরিযায়ী শ্রমিকের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কলকাতায়।এরপর আজ,বুধবার পাঁচ দিনের মাথায় পটাশপুর,ভগবানপুর ও এগরার ওই ১৭ জন পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ আসে।এরপর ওই আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের পাঁশকুড়া বড়োমা কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।তাছাড়া একদিনে এগরা,পটাশপুর ও ভগবানপুরে ১৭ জন পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মহকুমা জুড়ে।

No comments