এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের কাকা ও ভাইপো মৃত্যু ও দুজন আহত হল কোলাঘাট থানার দেড়িয়া চক অঞ্চলের সাপুয়া গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম অসিত বরণ সাহু,(55) ও শুভেন্দু সাহু(30) আহত অশোক সাহু(72) ও অর্পনা সাহু(30)
বাড়ির স…
এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের কাকা ও ভাইপো মৃত্যু ও দুজন আহত হল কোলাঘাট থানার দেড়িয়া চক অঞ্চলের সাপুয়া গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম অসিত বরণ সাহু,(55) ও শুভেন্দু সাহু(30) আহত অশোক সাহু(72) ও অর্পনা সাহু(30)
বাড়ির সামনে পুকুর স্নান করতে নেমেছিলেন অশিতবাবু সেই সময় পুকুরের পা ধুতে নেমেছিল শুভেন্দু বাবু পুকুরের উপর দিয়ে ইলেকট্রিকের তার ছিড়ে পুকুরে পড়ে যায় ঘটনার সময় বিদ্যুৎপৃষ্ট হয় অসিত বাবু, এবং শুভেন্দু। অসিত বাবু সম্পর্কে শুভেন্দু ভাইপো। দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে যায়। এদের দুজনকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় অশোক বাবু ও অপর্না দেবী। কোনক্রমেই এলাকাবাসীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। রাস্তা খারাপ থাকায় অসিত ও শুভেন্দু দুজনকে প্রথমে মেচেদা এক বেসরকারি হাসপাতাল নিয়ে যায়। পরে তাদের তমলুক যাওয়ার পথে মৃত্যু ঘটে। এবং অশোক বাবু ও অপর্না দেবীকে স্থানীয় নন্দাই গাজন উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। একই পরিবারের দুই জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গোটা সাপুয়া গ্রামে। গ্রামবাসীর অভিযোগ যে পুকুরের 200 মিটার দূরত্বের দুটো খুঁটি। ইলেকট্রিক দপ্তরকে বারবার বলেছিলাম যে কেবিল বা যে কোন প্রকারে ইলেকট্রিক তার কে গাড় করুন। যে কোন প্রকারের ছেড়ে যেতে পারে। কিন্তু ইলেকট্রিক দপ্তর কোন সুরাহা করেননি। আজ তার জেরে তরতাজা দুটো প্রাণ চলে গেল। যদিও ইলেকট্রিক দপ্তর কেবিল বা ইলেকট্রিক তারের গার্ডের ব্যবস্থা করতো তাহলে আজ এই ঘটনা ঘটতো না। দ্বিতীয়তঃ রাস্তা খারাপ তার জেরে কোন গাড়ি ঢুকে না আমাদের রাস্তা। ভ্যানে করে এক এক করে নিয়ে যেতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে। যদি রাস্তা ভালো থাকতো তাহলে দ্রুত এই রোগীদের নিয়ে গেলে হয়তো বেঁচে যেত তরতাজা দুটো প্রাণ। ইলেকট্রিক দপ্তরের চরম গাফিলতির অভিযোগ তুলছে এলাকাবাসী।
No comments