Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘদিনের দাবি পূরণ হলো তমলুক বাসির মন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রেরণায় চালু হলো তমলুক-কলকাতা বাস

মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের অনুপ্রেরণায় পরিবহন দপ্তরের উদ্যোগে যাত্রীদের সুবিধার্থে আজ তমলুক - ধর্মতলা সরকারি বাস চালু হলো।দীর্ঘ তিন মাস ধরে বন্ধ থাকার পর পুনরায় আজ জেলা সদর তমলুক থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত বাস চলাচল শুর…



 মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের অনুপ্রেরণায় পরিবহন দপ্তরের উদ্যোগে যাত্রীদের সুবিধার্থে আজ তমলুক - ধর্মতলা সরকারি বাস চালু হলো।দীর্ঘ তিন মাস ধরে বন্ধ থাকার পর পুনরায় আজ জেলা সদর তমলুক থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত বাস চলাচল শুরু হল।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস ওই রুটে চলাচল করবে।প্রতিদিন সকাল সাড়ে ৭ টায় তমলুক কেন্দ্রীয় বাসস্ট‍্যান্ড থেকে বাস ছাড়বে।ধর্মতলায় পৌঁচ্ছাবে ঠিক সাড়ে ৯ টা নাগাদ।আবার বিকাল ৫ টায় ধর্মতলা থেকে ছেড়ে তমলুকে পৌঁচ্ছাবে সন্ধ্যা ৭ টায়।দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিচালন পর্ষদের সদস‍্য সুকুমার দাস বলেন,"বর্তমানে তমলুক থেকে ধর্মতলা হয়ে আসানসোল পর্যন্ত একটি বাস চলাচল করে প্রতিদিন সকাল সাড়ে ৫ টায়।তমলুক থেকে ধর্মতলা পর্যন্ত নতুন একটি বাস চালোনোর জন‍্য দাবী জানিয়েছিল জেলা বাসী।তাদের সেই দাবী মেনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দপ্তর বাস চালু করছে।উল্লেখ‍্য তমলুক কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পাশেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নতুন বাস ডিপো গড়ার জন‍্য ইতিমধ‍্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে।এর জন‍্য চার একর জমিও চিহ্নিত করা হয়ে গিয়েছে।করোনা আবহ কেটে গেলেই বাস ডিপো তৈরির কাজ শীঘ্রই শুরু হবে। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/-bpP0gsZDCY

No comments