পরিবারিক অশান্তি জেরে গৃহবধূকে হত্যার করার অভিযোগে গ্ৰেপ্তার করা হল স্বামী ও শ্বশুর'কে।ঘটনাটি ঘটেছে রামনগর থানার উত্তর কানপুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত এক বছর আগে রামনগরে মালিকাবাসান গ্রামের বাসিন্দা তাপ…
পরিবারিক অশান্তি জেরে গৃহবধূকে হত্যার করার অভিযোগে গ্ৰেপ্তার করা হল স্বামী ও শ্বশুর'কে।ঘটনাটি ঘটেছে রামনগর থানার উত্তর কানপুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত এক বছর আগে রামনগরে মালিকাবাসান গ্রামের বাসিন্দা তাপসী নামের মহিলার সঙ্গে বিবাহ হয় উত্তর কানপুরের বাসিন্দা বসন্ত দাসের ছেলে দিলীপ দাসের।এরপর ওই গৃহবধূকে নিয়ে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়।আর তারপর ওই গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের।যদিও শ্বশুরবাড়ি দাবি তারা বধূকে কোন ভাবে খুন করেননি।ওই গৃহবধূ বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে রামনগরে বড়রাঙ্ককুয়া গ্রামীন হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
এই ঘটনার পর রামনগর থানা এক পুলিশ আধিকারীক বলেন ময়না তদন্তের রিপোর্টে এলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।এরপর গৃহবধূর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে
রামনগর থানার পুলিশ স্বামী দিলীপ দাস ও শ্বশুর বসন্ত দাসকে গ্রেফতার করে।
No comments