নিজস্ব সংবাদ ,পটাশপুর:বিবাহের পর দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর শরীরে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালাল স্বামী।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার রুপাদীঘি গ্ৰামে।
জানা গিয়েছে, গত ৭ …
নিজস্ব সংবাদ ,পটাশপুর:বিবাহের পর দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর শরীরে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালাল স্বামী।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার রুপাদীঘি গ্ৰামে।
জানা গিয়েছে, গত ৭ বছর আগে ভগবানপুর থানার টোটানালা গ্ৰামের বাসিন্দা স্বপন ঘোড়াই এর মেয়ে ময়না ঘোড়াই এর সঙ্গে বিবাহ হয় পটাশপুরের রুপাদীঘি গ্ৰামের বাসিন্দা মানিক ঘোড়াই এর ।এরপর উক্ত বিবাহে যৌতুক হিসেবে মেয়ের বাড়ির পক্ষ থেকে গয়না, টাকা ও আসবাবপত্র দেওয়া হয়।তারপর বিবাহের যৌতুক পছন্দ না হওয়ায় দীর্ঘদিন কেটে যাওয়ার পর অতিরিক্ত যৌতুক হিসেবে নগদ ৬০ হাজার টাকা শ্বশুর বাড়ির উপর দাবি করে অভিযুক্ত স্বামী। এরপর সেই টাকা স্ত্রী বাবার বাড়িত থেকে না প্রদান করতে পারায় স্ত্রীর উপর ধারাবাহিক ভাবে অত্যাচার ও নির্যাতন করতে থাকে।এরপর গত ২৮ শে মে বৃহস্পতিবার রাতে তার স্ত্রীর শরীরে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা চালায় স্বামী বলে অভিযোগ স্ত্রীর পরিবারের।
এই ঘটনার পর অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বুধবার পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।এরপর পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে বলে জানা যাচ্ছে।
No comments