লাদাখ উপত্যকায় চীনের হামলায় শহীদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল তমলুক নগর মন্ডলের যুবমোর্চার সদস্যরা। তমলুক শহর বিজেপির পার্টি অফিস থেকে মোমবাতি হাতে একটি মৌন মিছিল শুরু হয় এবং ওই মিছিল শহর পরিভ্রমণ করে শহীদ ক্ষু…
লাদাখ উপত্যকায় চীনের হামলায় শহীদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল তমলুক নগর মন্ডলের যুবমোর্চার সদস্যরা। তমলুক শহর বিজেপির পার্টি অফিস থেকে মোমবাতি হাতে একটি মৌন মিছিল শুরু হয় এবং ওই মিছিল শহর পরিভ্রমণ করে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে হাসপাতাল মোড় কাছে এসে শেষ হয়।এদিনের মৌন মিছিলে ছিলেন তমলুক নগর মন্ডলের যুবমোর্চার সদস্যরা।তমলুক নগর মন্ডলের যুবমোর্চার আহ্বানে দেশমাতৃকার বীর সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় ও বর্বর চিনের সমস্ত পন্য বয়কটের শপথ নিলেন।
No comments