Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার করোণার থাবা তমলুক শহরের বন্ধ পৌরসভার কাজকর্ম

তমলুক শহরে রাত থেকে বন্ধ হলো তমলুক পৌরসভা এলাকার বাজারসহ জেলখানা মোড় থেকে স্টিমার ঘাট পর্যন্ত সকল দোকানপাট। এক যুবকে করোণ আক্রান্তের ঘটনায় তাম্রলিপ্ত পৌরসভার সহ দোকানপাট আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তমলুক পৌরস…






তমলুক শহরে রাত থেকে বন্ধ হলো তমলুক পৌরসভা এলাকার বাজারসহ জেলখানা মোড় থেকে স্টিমার ঘাট পর্যন্ত সকল দোকানপাট। এক যুবকে করোণ আক্রান্তের ঘটনায় তাম্রলিপ্ত পৌরসভার সহ দোকানপাট আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তমলুক পৌরসভা।  জুন  সকালে তমলুক পৌরসভা প্রশাসক রবীন্দ্রনাথ সেন বলেন। করোন  আক্রান্ত তমলুক পৌরসভা থেকে সামান্য দূরে মহারাষ্ট্র থেকে ফেরত তমলুক শহরের বাসিন্দার লালা রস পরীক্ষা করায় পজেটিভ। তাই চাঞ্চল্য ছড়িয়েছে  এরপর  জুন রাতে পাঁশকুড়া হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। তাম্রলিপ্ত পৌরসভার 24 বছরের এক যুবকের বাড়ি। মহারাষ্ট্রে ওই যুবক ফুলের ব্যবসা করতেন। বাড়িতে থাকা মা-বাবার নমুনা পরীক্ষা নেয়া হয়েছে। আক্রান্ত যুবক যে বাড়িতে থাকতেন পৌরসভা স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে সিল করা হয়। এই ঘটনার ফলে তাম্রলিপ্ত পৌরসভার স্টিমার ঘাট থেকে জেলখানা মোড় পর্যন্ত সমস্ত দোকানপাট আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন তাম্রলিপ্ত পৌরসভা। কেবলমাত্র পৌর সভার  বেশ কয়েকটি জরুরী বিভাগ খোলা থাকবে বলে জানিয়েছেন জুন বুধবার সকাল থেকে দমকল বাহিনী ও পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাম্রলিপ্ত বিস্তীর্ণ এলাকা স্যানিটাইজেশনে কাজ করছেন।

No comments